Mithun vs Kunal : ‘এই এলি তেলির হাত ধরেই প্রণব-মমতা-প্রিয় রঞ্জনের কাছে পৌঁছে ছিলেন’, মিঠুনকে পাল্টা কটাক্ষ কুণালের
Mithun vs Kunal : প্রজাপতি বিতর্কের মধ্যে নিজ দলের নেতারই কঠোর সমালোচনা করেছিলেন দেব। তাঁর স্পষ্ট বক্তব্য, কুণাল ঘোষ ছবির বিষয়টি বোঝেন না।
কলকাতা : প্রজাপতি (Prajapati Movie) বিতর্ক যেন থামছেই না। একবার তোপ দাগছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh), তো আবার পাল্টা তোপ দাগতে দেখা যাচ্ছে বিজেপি নেতা তথা বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। এদিন সকালেই কুণালকে ‘এলি তেলি’ বলে কটাক্ষ করতে দেখা গিয়েছিল মিঠুনকে। “মিঠুন চক্রবর্তী তো নিজেকে সাপের সঙ্গে তুলনা করেন। সাপের আবার মরসুমে মরসুমে খোলস বদলানোর অভ্যাস আছে।” এ ভাষাতেই মিঠুনকে পাল্টা কটাক্ষ করতে দেখা গেল কুণালকে। বিতর্কের সূত্রপাত দেব-মিঠুন অভিনীত প্রজাপতি সিনেমা মুক্তির পর থেকে। কুণালের দাবি ছিল, “আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না। ওর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, মিঠুনদার ফ্লপ অভিনয়!” এমনকী মিঠুনের সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়ের তুলনা করতে দেখা গিয়েছিল কুণালকে। তাঁর দাবি, মিঠুনের জায়গায় পরাণ থাকলেই ছবিটা জমে যেত। যদিও এ ঘটনার পর মিঠুনের হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছিল দেবকে।
নিজ দলের নেতারই কঠোর সমালোচনা করেছিলেন দেব। তাঁর স্পষ্ট বক্তব্য, কুণাল ঘোষ ছবির বিষয়টি বোঝেন না। তাই এ বিষয়টা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভাল। এমনকী বিতর্কের মাঝেই মিঠুনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টও করতে দেখা যায় তাঁকে। যা নিয়ে নতুন করে বাড়ে চাপানউতর। এদিকে এরইমধ্যে ত্রিপুরায় ভোট প্রচারে গেলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সেখানে যাওয়ার আগে কুণাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে কার্যত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টিকে এড়িয়ে যান তিনি। তাঁর একটাই বক্তব্য, “আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আর মরা অবধি পারবি না। আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না।” এর পাল্টা দিতে গিয়ে মিঠুনকে ইতিহাস স্মরণ করালেন কুণাল।
মধুর সুরে আক্রমণের ভঙ্গিতে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন থেকে কুণাল বলেন, “মিঠুন চক্রবর্তী তো নিজেকে সাপের সঙ্গে তুলনা করেন। সাপের আবার মরসুমে মরসুমে খোলস বদলানোর অভ্যাস আছে। পুরনো দল ছেড়ে নতুন দল। এলি তেলি শব্দটি যদি আমার জন্য বলে থাকেন তাতে আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এই এলি তেলির সঙ্গেই একদিন পদ্মশ্রী পাওয়ার জন্য প্রণববাবুর কাছে গিয়েছিলেন সুপারিশ করাতে। এই এলি তেলির সঙ্গে ২০১১ সালে রাইটার্সে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত ধরে ক্ষমা চাইতে। এই এলি তেলির সঙ্গেই প্রিয় রঞ্জন দাশমুন্সির সঙ্গে দেখা করতে কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকে গিয়েছিলেন। সুভাষ চক্রবর্তীর সঙ্গে যখন তাঁর দূরত্ব তৈরি হয়েছে, তখন বর্ষীয়ান বামপন্থী পার্থ সেনগুপ্তর কাছে গিয়ে এই এলি তেলি আপনার উপর রাগটা মিটিয়ে এসেছিল। তাই এটুকু মনে রাখবেন সেতু তৈরি করতে কাঠবিড়ালিরও ভূমিকা থাকে। পরবর্তীতে কাঠবিড়ালিকে কেউ যদি বলে এলি তেলি তাহলে অকৃতজ্ঞ বেইমান বলা হয় তাঁকে।”