Weather Update: শীতে ‘কাঁচি’ এখনই নয়, সংক্রান্তি মিটলেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট

Winter Weather: পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 6:33 PM
শীত কি তবে বিদায়ের পথে?

শীত কি তবে বিদায়ের পথে?

1 / 6
শীত কি তবে বিদায়ের পথে?

শীত কি তবে বিদায়ের পথে?

2 / 6
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হঠাৎ করে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করে, তখন স্বাভাবিক নিয়মেই উত্তুরে হাওয়ার দাপট কিছুটা থমকে যায়। এক্ষেত্রেও সেই একই কারণ বাড়ছে রাজ্যের তাপমাত্রা।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হঠাৎ করে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করে, তখন স্বাভাবিক নিয়মেই উত্তুরে হাওয়ার দাপট কিছুটা থমকে যায়। এক্ষেত্রেও সেই একই কারণ বাড়ছে রাজ্যের তাপমাত্রা।

3 / 6
এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে।

এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে।

4 / 6
তবে পৌষ সংক্রান্তি কাটতে কাটতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কমে যাবে রাজ্য থেকে। ফলে আবার বাড়তে শীত। যদিও কতটা পারাপতন হবে, তা এখন থেকেই স্পষ্ট জানা যাচ্ছে না।

তবে পৌষ সংক্রান্তি কাটতে কাটতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কমে যাবে রাজ্য থেকে। ফলে আবার বাড়তে শীত। যদিও কতটা পারাপতন হবে, তা এখন থেকেই স্পষ্ট জানা যাচ্ছে না।

5 / 6
প্রসঙ্গত, পৌষ সংক্রান্তির সময়ে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেড়ে গেলেও গঙ্গাসাগরের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

প্রসঙ্গত, পৌষ সংক্রান্তির সময়ে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেড়ে গেলেও গঙ্গাসাগরের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

6 / 6
Follow Us: