International Women’s Day: নারী দিবসে মেয়েদের জন্য বড় ঘোষণা রাজ্যের, দেশের মধ্যে নজির বাংলার
Arup Biswas: অরূপ বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন অন্তত কয়েকটা সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত করা হোক। আজকের বিশেষ দিনে নিউটাউনে এবং এখানে দু'টো সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত করছি। যদি আমার এখানে ৮০ জন কর্মী থাকেন ৮০ জনই মহিলা।"
কলকাতা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বড় ঘোষণা বিদ্যুৎ দফতরের। শুক্রবার অরূপ বিশ্বাসের দফতর দু’টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার দু’টি সাবস্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত বলে ঘোষণা করা হল। সল্টলেকের ১৩২ কেভি জিআই সাবস্টেশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলিটা গার্ডেন ভিস্তা ৩৩ কেভি সাবস্টেশন ( যা রাজারহাটে অবস্থিত)-কে সম্পূর্ণ মহিলা পরিচালিত করে দেওয়া হল।
দেশের মধ্যে এই প্রথম কোনও সাবস্টেশন সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হল। এছাড়াও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার যে কাস্টমার কেয়ারগুলি রয়েছে, সেগুলিকেও সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত করা হবে বলে মন্ত্রী এদিন জানিয়ে দেন। বিদ্যুৎ দফতর সূত্রের খবর, সল্টলেকে যে সাবস্টেশন রয়েছে সেখানে ২৬ জন কর্মী রয়েছেন। রাজারহাটে যে সাবস্টেশন রয়েছে সেখানে ৮ জন কর্মী রয়েছেন।
অরূপ বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন অন্তত কয়েকটা সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত করা হোক। আজকের বিশেষ দিনে নিউটাউনে এবং এখানে দু’টো সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত করছি। যদি আমার এখানে ৮০ জন কর্মী থাকেন ৮০ জনই মহিলা। নিরাপত্তা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবটাই মহিলা পরিচালিত হবে। ভারতবর্ষে এটা প্রথম। ভারতে এর আগে কোথাও কখনও মহিলা পরিচালিত সাবস্টেশন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এ পথ দেখালেন। আমার বিশ্বাস আগামিদিনে দেশ এটা করবে।”