WB Panchayat Election: বাইক ব়্যালি নিষিদ্ধ, পঞ্চায়েত ভোটে গাড়ি ব্যবহার নিয়ে নির্দেশিকা প্রকাশ কমিশনের

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, জেলা পরিষদের কোনও প্রার্থী বা তাঁর এজেন্ট একটি চারচাকা গাড়ি ব্যবহার করতে পারবেন। সেই গাড়ির পারমিশন করাতে হবে রিটার্নিং অফিসারের কাছে। তবে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা কোনও চার চাকা গাড়ি ব্যবহার করতে পারবেন না।

WB Panchayat Election: বাইক ব়্যালি নিষিদ্ধ, পঞ্চায়েত ভোটে গাড়ি ব্যবহার নিয়ে নির্দেশিকা প্রকাশ কমিশনের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:40 PM

কলকাতা: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলগুলির গাড়ির ব্যবহার নিয়ে নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়ে সব জেলার পঞ্চায়েত অফিসারকে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কমিশন জানিয়েছে, চলতি পঞ্চায়েত ভোটে বাইক ব়্যালি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, রোড শো-র জন্য সর্বোচ্চ চারটি গাড়ি ব্যবহার করতে পারবে রাজনৈতিক দলগুলি। নির্বাচনের দিন গাড়ি ব্যবহারের বিষয়টি নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফে। ২টির বেশি গাড়ির ব্যবহার করা যাবে না ভোটের দিন। নির্বাচনের দিন সেই সব গাড়িতে কোনও রাজনৈতিক দলের প্রতীক, প্রার্থীর পরিচয়, কোনও স্লোগান, রাজনৈতিক মতবাদ গাড়িতে লাগানো যাবে না।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, জেলা পরিষদের কোনও প্রার্থী বা তাঁর এজেন্ট একটি চারচাকা গাড়ি ব্যবহার করতে পারবেন। সেই গাড়ির পারমিশন করাতে হবে রিটার্নিং অফিসারের কাছে। তবে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা কোনও চার চাকা গাড়ি ব্যবহার করতে পারবেন না। তাঁরা সর্বোচ্চ একটি দ্বিচক্রযান বা ত্রিচক্রযান ব্যবহার করতে পারবেন। কোনও স্বীকৃত রাজনৈতিক দল গোটা মহকুমা এলাকায় একটিই চারচাকা গাড়ি ব্যবহার করতে পারবে। সেই গাড়ির পারমিট মহকুমা শাসকের থেকে করাতে হবে।

এর পাশাপাশি ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই জেলা পরিষদের প্রার্থীরা একটি চারচাকা গাড়ি ও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা একটি দুচাকা বা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। ভোটের দিন কনভয়ে ২টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। সেই সব গাড়িতে কোনও রাজনৈতিক প্রতীক, স্লোগান রাখা যাবে না। এই নিয়ম ভঙ্গ করলে শাস্তির দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কমিশনের তরফে।

GHORER BIOSCOPE COUNTDOWN