TET 2023: নিয়োগ হবে তো? প্রশ্ন সঙ্গী করেই আজ টেটে বসছেন ৩ লক্ষ পরীক্ষার্থী
TET 2023: এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট দিচ্ছেন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৭৩টি। কলকাতা শহরে পরীক্ষা কেন্দ্র থাকছে ৫টি। এরমধ্যে উত্তর কলকাতায় ৩টি, দক্ষিণ কলকাতায় ২টি। ৩ লাখ পরীক্ষার্থীর মধ্যে কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ২ হাজার ২০০ জন।
কলকাতা: ২০২২ সালে প্রাথমিকের টেট (TET) হয়েছিল ১১ ডিসেম্বর। এক বছর পর আজ রবিবার ২৩ ডিসেম্বর আরও একটা টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতবারের তুলনায় এবার অর্ধেক আবেদনপত্র জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে খবর। গতবারের টেটের এখনও নিয়োগ হয়নি। অনেকে মনে করছেন, টেটে আস্থা হারাচ্ছেন এ রাজ্যের যুবরা। ২০২২-এর টেটে অবশ্য দুর্নীতির কোনও অভিযোগ ছিল না। ২০২৩-এর টেটও নির্বিঘ্নে করাই চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে।
এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট দিচ্ছেন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৭৩টি। কলকাতা শহরে পরীক্ষা কেন্দ্র থাকছে ৫টি। এরমধ্যে উত্তর কলকাতায় ৩টি, দক্ষিণ কলকাতায় ২টি। ৩ লাখ পরীক্ষার্থীর মধ্যে কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ২ হাজার ২০০ জন। সমতলে সবচেয়ে কম পরীক্ষার্থী শহর কলকাতায়। আজ বেলা ১২টা থেকে শুরু হবে পরীক্ষাগ্রহণ। পরীক্ষা শেষ হবে বেলা আড়াইটেয়। ২২ টি জেলার জন্য পৃথক হেল্পলাইন নম্বর থাকছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে থাকছে হাইটেক কন্ট্রোল রুম। সেখান থেকে চলবে কড়া নজরদারি।
২০১৪ সালের টেটে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। তারপর থেকেই আটকে প্রাথমিকে নিয়োগ। ২০১৭ সালে টেট হয়েছে। তবে নিয়োগ হয়নি। মাঝে দীর্ঘ সময় টেটহীন বাংলা! শত দুর্নীতির অভিযোগের মাঝেই ২০২২ সালে ফের পরীক্ষা হল। তবে তারও নিয়োগ হয়নি। বছরে ২ বার নিয়োগের দাবি শোনা গিয়েছিল পর্ষদ সভাপতি গৌতম পালের মুখে। তা হয়নি। ২০২৩-এর টেট কি নিয়োগের মুখ দেখতে পাবে, সে প্রশ্ন মাথায় নিয়েই আজ আবারও টেটে বসছেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে।