HS Exam: চাইলে উচ্চমাধ্যমিকের দিনগুলিতেই একাদশের পরীক্ষা! জারি হল বিজ্ঞপ্তি
HS Exam: ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার সময়ও এগিয়ে এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেসব স্কুল এখনও একাদশ শ্রেণির পরীক্ষা নেয়নি, তারা মনে করলে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে দ্বিতীয়ার্ধে সেই পরীক্ষা নিতে পারবে।

কলকাতা: স্কুলগুলি চাইলে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনই একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারবে। রাজ্যের সব উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে। সেখানে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর, সেদিন দ্বিতীয়ার্ধে স্কুলগুলি চাইলে একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারবে।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার সময়ও এগিয়ে এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেসব স্কুল এখনও একাদশ শ্রেণির পরীক্ষা নেয়নি, তারা মনে করলে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে দ্বিতীয়ার্ধে সেই পরীক্ষা নিতে পারবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত মনে করলে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া যাবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা বেলার দিকে শুরু হওয়ার রেওয়াজ ছিল এতদিন। তবে চলতি বছর থেকে সেই নিয়মে বদল এনেছে রাজ্য। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকাল পৌনে ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত। শুধু উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিক পরীক্ষার সময়ও এ বছর থেকে এগিয়ে এনেছে মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা নিয়ে বাংলার শিক্ষা মহল থেকে মিশ্র প্রতিক্রিয়াও এসেছে। যদিও পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যুক্তি ছিল, পরীক্ষার্থীদের সুবিধার্ধেই এই সিদ্ধান্ত।
যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা সকাল সকাল হয়ে যাচ্ছে, ফলে দ্বিতীয়ার্ধের সময়টা ফাঁকা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উচ্চমাধ্যমিক স্কুলগুলি মনে করলে, সেদিনই একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারবে।





