Weather Report: ফুটছে ব্যারাকপুর, ভোটের আগে এ কেমন ‘হাওয়া গরম’?
Weather: বৃষ্টিবিহীন বৈশাখের প্রথম দিনে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছল তাপমাত্রা। এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৪০.১ ডিগ্রি। কলকাতার কাছে ব্যারাকপুরেও ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে পারদ। আলিপুরের তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি, দমদমে ৩৮.৯ ডিগ্রি।
কলকাতা: বৈশাখের প্রথম দিনই তীব্র দাবদাহে নাভিশ্বাস ওঠার জোগাড় দক্ষিণবঙ্গবাসী। রোদের হলকার সঙ্গে প্রবল অস্বস্তি। জলের অভাব প্রতি মুহূর্তে মালুম হচ্ছে। ১ বৈশাখের সকাল থেকেই প্রচণ্ড গরমে তেতেছে কলকাতা থেকে বাঁকুড়া।
বৃষ্টিবিহীন বৈশাখের প্রথম দিনে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছল তাপমাত্রা। এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৪০.১ ডিগ্রি। কলকাতার কাছে ব্যারাকপুরেও ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে পারদ। আলিপুরের তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি, দমদমে ৩৮.৯ ডিগ্রি।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। অনেকেরই প্রশ্ন, তবে কি বৈশাখের তাপমাত্রা ৪২-৪৩ও পার করে যাবে? নাকি আরও আরও বেশি? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এদিকে আগামী সপ্তাহ থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু। গোটা বৈশাখের পর জ্যৈষ্ঠ মাসজুড়েও ভোট চলবে। একদিকে ভোটের গরম, তার উপর আবার হাওয়া গরম, সব মিলিয়ে উত্তাপ এখন চড়বেই।