বছর শেষেও শীতের মারকাটারি ব্যাটিং, সকাল থেকে উত্তুরে হাওয়ার দাপট

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সে তালিকায় রয়েছে।

বছর শেষেও শীতের মারকাটারি ব্যাটিং, সকাল থেকে উত্তুরে হাওয়ার দাপট
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 10:16 AM

কলকাতা: বছর শেষের সঙ্গী কনকনে উত্তুরে হাওয়া আর ঠান্ডা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও ঠান্ডার হেরফের খুব একটা অনুভূত হচ্ছে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের প্রথমদিনও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলেই আভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

আরও পড়ুন: ‘আমাদের না বুঝিয়ে তিন কৃষি আইন প্রত্যাহার করুক সরকার’

গত সপ্তাহে শুক্রবার রাত থেকেই বঙ্গে পারদ পতন শুরু হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির চারপাশেই থাকছে। চলতি সপ্তাহে এই আমেজে খুব একটা বদল আসবে না বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃহস্পতিবার সকালে কলকাতায় হাল্কা কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা বেড়ে ১২.৮ হয়েছে। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। আগেই হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সে তালিকায় রয়েছে। এদিনও জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে প্রভাবশালী তৃণমূল নেতা ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা

উত্তর-পশ্চিম ভারত থেকে অবাধে ঢুকছে শীতল হাওয়া। যা বাংলাকে শিহরিত করছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে তামিলনাডু, পদুচেরী ও কারাইকালে বৃষ্টির পূর্বাভাস। আগামী দু’ তিন দিন বৃষ্টির পূর্বাভাস কেরল, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে।