West Bengal Weather Update: সকাল থেকেই মুখ ভার আকাশের, কবে কমবে ঘ্যানঘ্যানে বৃষ্টি?

Kolkata Weather: হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ উত্তর ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি সরে গিয়ে বিহারের দিকে অবস্থান করবে। এরপর সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। অভিমুখ হতে পারে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে।

West Bengal Weather Update: সকাল থেকেই মুখ ভার আকাশের, কবে কমবে ঘ্যানঘ্যানে বৃষ্টি?
বৃষ্টির পূর্বাভাস।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 5:41 PM

কলকাতা: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় অনবরত চলছে বৃষ্টি। কখনও মুশলধারে কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এক ঘেয়ে এই বৃষ্টির জেরে কার্যত জেরবার জনজীবন। কোথাও ভেঙেছে সেতু, কোথাও ডুবেছে রাস্তা, কোথাও আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সকলের মনে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে কমবে? আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও সেই খবর না জানালেও, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।

হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ উত্তর ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি সরে গিয়ে বিহারের দিকে অবস্থান করবে। এরপর সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। অভিমুখ হতে পারে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার– বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে।

সোমবার– বৃষ্টির কোনও সতর্কতা নেই।

মঙ্গলবার-পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার– ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।

সোমবার– অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং,জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।

মঙ্গলবার– উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

বুধবার– ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। তারপর থেকে বৃষ্টি কমলেও কমতে পারে।

এ দিকে, উত্তরবঙ্গের পাবর্ত্য জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ধস নামতে পারে। বাড়তে পারে নদীর জলস্তর।