Weather Update: সপ্তাহান্তে তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণের জেলাগুলি, কাল থেকেই বদলাবে আকাশ

Weather Update: গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরমের পরিবেশ তৈরি হয়েছিল দক্ষিণের জেলাগুলিতে, তা থেকে মিলবে মুক্তি। হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। রবিবার সেই বৃষ্টি আরও বাড়বে।

Weather Update: সপ্তাহান্তে তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণের জেলাগুলি, কাল থেকেই বদলাবে আকাশ
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 5:38 PM

কলকাতা: সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বর্তমানে। আগামী রবিবার, ৩ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরমের পরিবেশ তৈরি হয়েছিল দক্ষিণের জেলাগুলিতে, তা থেকে মিলবে মুক্তি। হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে, আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। রবিবার সেই বৃষ্টি আরও বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও একইরকমভাবে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ, উত্তর বঙ্গোপসাগরের উপর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

কলকাতার ক্ষেত্রেও সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। শহর ও শহরতলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিও হয়েছে। শনিবারও কলকাতা ও শহরতলির আকাশ মোটের উপর আংশিক মেঘলা থাকবে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। সপ্তাহান্তে শহরের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।