Weather Update: হাওয়া-বদলের হাত ধরে ভিজবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলি, হাঁসফাঁস গরম থেকে মিলনে রেহাই
Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল (শনিবার) কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু আগামিকালই নয়, রবিবার, সোমবার ও মঙ্গলবারও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কলকাতা: ঘূর্ণিঝড় ‘মোখা’র (Cyclone Mocha) প্রভাব বাংলার উপকূলে খুব একটা পড়ছে না। তবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, আপাতত দুই দিনের জন্য সেই তাপপ্রবাহের (Heat Wave) ইতি পড়তে চলছে। বৃষ্টিতে (Rain in West Bengal) ভিজবে রাজ্যের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে (Weather Update), আগামিকাল (শনিবার) কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু আগামিকালই নয়, রবিবার, সোমবার ও মঙ্গলবারও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নদিয়া জেলাতেও শনিবার থেকে শুরু করে আগামী কয়েকদিন রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে এই হাওয়া-বদল এবং বৃষ্টির হাত ধরে আগামী কয়েকদিন গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে কিছুটা নিস্তার পেতে চলছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী তিন দিনে অনেকটা কমবে তাপমাত্রার পারদ। প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। অর্থাৎ, বৃষ্টির হাত ধরে হাঁসফাঁস করা গরম থেকে আগামী কয়েকদিন রেহাই পেতে চলেছেন বঙ্গবাসী। তবে হাওয়া অফিস থেকে এও জানানো হয়েছে, তাপমাত্রার পারদ থেকে রেহাই মিললেও, তা সাময়িক। সোমবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। আর মঙ্গলবার থেকে রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ। আগামী তিন দিন তাপমাত্রা কিছুটা কমলেও, তারপর থেকে আবার ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ, সপ্তাহান্তে গ্রীষ্মের দাবদাহ থেকে রাজ্যবাসী কিছুটা রেহাই পেলেও আগামী সপ্তাহ থেকে আবার ঊর্ধ্বমুখী হবে রাজ্যের তাপমাত্রা। আবার বাড়বে গরমের অস্বস্তি।
এদিকে, সাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে মোখা। এ রাজ্যের উপকূলবর্তী এলাকার জন্য কোনও অশনি সঙ্কেত না থাকলেও, বাংলাদেশে চরম সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায়। শুক্রবার রাতেই আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ‘মোখা’। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সমুদ্র।