Weather Update: পয়লা বৈশাখে বাঙালির শিরে সংক্রান্তি! সপ্তাহের শুরুতেই আবহাওয়ার পূর্বাভাস ভয় ধরাবে আপনাকেও!

Weather Update: শুকনো গরমের একচ্ছত্র দাপট। লু-র প্রভাবে হিট স্ট্রোকের আশঙ্কা, সতর্কতা আবহাওয়া দফতরের। বৃষ্টি রেহাই দেবে, এমন সম্ভাবনা আপাতত নেই।

Weather Update: পয়লা বৈশাখে বাঙালির শিরে সংক্রান্তি! সপ্তাহের শুরুতেই আবহাওয়ার পূর্বাভাস ভয় ধরাবে আপনাকেও!
তাপপ্রবাহের সতর্কতা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 8:36 AM

কলকাতা: বর্ষশেষে বাঙালির শিরে সংক্রান্তি। দুয়ারে তাপপ্রবাহ। পয়লা বৈশাখে দহনের হালখাতা। সপ্তাহের প্রথম দিনেই চল্লিশ ছুঁয়ে ফেলতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। সপ্তাহের মাঝামাঝি চল্লিশের ঘরে ঢুকতে পারে কলকাতার তাপমাত্রাও। সংক্রান্তি, নববর্ষ– দু’দিনই ৪০-৪১ এমনকি ৪২ ডিগ্রির গরমও সইতে হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে। জলীয় বাষ্প তলানিতে। শুকনো গরমের একচ্ছত্র দাপট। লু-র প্রভাবে হিট স্ট্রোকের আশঙ্কা, সতর্কতা আবহাওয়া দফতরের। বৃষ্টি রেহাই দেবে, এমন সম্ভাবনা আপাতত নেই।

এবারের গরমটা অন্যান্যবারের থেকে অনেকটাই আলাদা। প্যাচপ্যাচে ঘামটা নেই। তবে গরম বেজায়। খানিকটা পশ্চিমাঞ্চলের মতো শুষ্ক গরম। সকাল থেকে রোদ। বেলা যত বাড়ছে তত গনগনে হচ্ছে পরিস্থিতি। এই বছর এপ্রিল থেকেই যে মারাত্মক আকারে গরম বাড়বে, তা আগেই পূর্বাভাস ছিল।

আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, সোমবার থেকেই রাজ্যে বাড়বে গরম। ৬-৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, আগানী পাঁচ দিন বাংলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উল্টে বাড়বে তাপপ্রবাহ। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চল, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘরও।