Weather News: সকাল থেকে কুয়াশার দাপট রাজ্যজুড়ে, আজ কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে অল্প-অল্প করে রোদের মুখ দেখা গিয়েছে। কিন্তু গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই ঘন কুয়াশার দাপট।
কলকাতা: কলকাতা সহ জেলার-জেলায় ঘন কুয়াশার দাপট। মঙ্গলবার ভোর থেকেই এই দৃশ্য দেখা গিয়েছে রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে তাপমাত্রা। বুধবারও সকাল থেকে কলকাতার আকাশ ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম অসুবিধে হয় যান চলাচলে।
তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে অল্প-অল্প করে রোদের মুখ দেখা গিয়েছে। কিন্তু গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই ঘন কুয়াশার দাপট। আজকের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকেও তিন ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এ দিকে, গতকাল ঠান্ডার মধ্যেই মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয় উত্তরবঙ্গে। ডুয়ার্সের বিভিন্ন এলাকা গতকাল বিকালের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। বিকালের দিকে আকাশ মেঘলা হয়। রাত বাড়তেই বিক্ষিপ্তভাবে শুরু হয় বৃষ্টি। কোথাও মাঝারি কোথাও বা অতি ভারী বৃষ্টি। বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ আরও যে নামবে বলে মনে করা হয়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বৃহস্পতি ও শুক্রবার তাপমাত্রা কিছুটা নামবে। শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নিচে নামতে পারে পারদ।
আর এভাবেই সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। বিদায় নেবে শীতের মরসুম। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়েই।