Firhad Hakim: ‘আমাদের পৌর-কর্মীদের বেতন ২ তারিখ হয়নি’, নিকাশি ব্যবস্থার বরাদ্দে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব ফিরহাদ
Firhad Hakim: মঙ্গলবার কলকাতা পৌর সংস্থার উদ্যোগে এই নিকাশি পাইপ লাইন ভিত্তিস্থাপন করেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা: বর্ষার এলেই শুরু ভোগান্তি। একটু বৃষ্টি পড়লেই জমে জল। যার জেরে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন কলকাতার ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাই চলতি বছরের বর্ষা আসার আগেই উদ্যোগ নিল প্রশাসন। পিকনিক গার্ডেন থেকে বালিগঞ্জ পর্যন্ত ভূগর্ভ নিকাশি ব্যবস্থার শুভ-সূচনা হল।
মঙ্গলবার কলকাতা পৌর সংস্থার উদ্যোগে এই নিকাশি পাইপ লাইন ভিত্তিস্থাপন করেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান সহ স্থানীয় কাউন্সিলর ফেইজ আহমেদ খান ও ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা।
জানা গিয়েছে, ১ কিলোমিটার এই নিকাশি ব্যবস্থার জন্য ৭ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ দিন, তারিখানা রোডে এই প্রকল্পের শিলান্যাস করেন মেয়র ফিরহাদ হাকিম, পৌর চেয়ারম্যান মালা রায় ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান ও তারক সিংহ।
মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এই অঞ্চলে জল জমার সমস্যা রয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে। বাম জামানার অবহেলার জন্য এই অঞ্চলে কাজ হয়নি।” এরপর তিনি বিজেপি সরকারকে নিশানা করে বলেন, “কেন্দ্রীয় সরকার আমাদের এখান থেকে টাকা কেটে নিয়ে যায়। তার বিনিময় আমাদের টাকা দেওয়া হত। কিন্তু এই সরকারের আসার পর প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। আমরা ভিক্ষা চাই না কেন্দ্রের বিজেপির সরকারের কাছে। আমরা আমাদের অধিকারের টাকা চাইছি।” মেয়র বলেন, “সম্পূর্ণ কলকাতায় জল জমার সমস্যা মেটাতে কাজ হচ্ছে। এই টাকা কেন্দ্র থেকে আসার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরেও আমাদের পৌর কর্মীদের মাইনে ১ তারিখ থেকে দ্বিতীয় তারিখ হয়নি। মোদীজি টাকা না দিলেও আমাদের সরকার আপনাদের পাশে আছে থাকবে।”