Weather Update: হাড় কাঁপুনি ঠাণ্ডা নয়, বছর শেষে উৎসবের আমেজে উপরি পাওনা মনোরম আবহাওয়া!
Weather Update: নতুন বছর অবধি টানা ছুটি পেয়েছেন অনেকে। ঘুরতে যাওয়ার জন্য দারুণ সময় এটা, আজ কলকাতার আবহাওয়া মনোরমই থাকবে।
কলকাতা: উৎসবের আমেজে বাড়ল তাপমাত্রার পারদও। বছরের শেষ দিনগুলিকে আরও ভালভাবে উপভোগ করতেই সদয় আবহাওয়া (Weather)। দিন কয়েক আগেও শহর তথা রাজ্যজুড়ে হাড় কাঁপুনি দিয়ে যে ঠাণ্ডা পড়েছিল, সেই আমেজে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আজও এই স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজকের সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) হতে পারে ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) হতে পারে ১৬ ডিগ্রি। আকাশ মোটামুটি পরিস্কার থাকলেও সকাল থেকেই কুয়াশা(Fog)-র চাদরে মোড়া থাকবে গোটা শহর। বেলা গড়াতেই ধীরে ধীরে রোদ উঠতে শুরু করবে। আগামী দুই-তিনদিনও তাপমাত্রার পারদ ওঠানামা করবে বলেই জানা গিয়েছে।
ডিসেম্বরের শেষের দিকে জমিয়ে ঠাণ্ডা পড়ার কথা থাকলেও, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ধীরে ধীরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হচ্ছে। এই নিম্নচাপ অক্ষরেখা টি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে, সেই কারণেই তাপমাত্রার এই উত্থান।
গতকালই ছিল বড়দিন বা ক্রিসমাস। নতুন বছর অবধি টানা ছুটি পেয়েছেন অনেকে। ঘুরতে যাওয়ার জন্য দারুণ সময় এটা, আজ কলকাতার আবহাওয়া মনোরমই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করায়, ঠাণ্ডায় জবুথবু হতে হবে না, তবে হালকা শীতের আমেজটা ভালই টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে আকাশ পরিষ্কারই থাকবে।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আবহাওয়াও ভালই থাকবে, তবে সেখানে পারদের আরও কিছুটা পতন হতে পারে। বছরের শেষভাগে এসে ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করেছে উত্তুরে-পশ্চিমী বাতাস। সেই কারণেই নিম্নমুখী পারদ। তাই আগামী দিন কয়েক জেলায় জাঁকিয়ে পড়বে শীত।উত্তর ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় গত সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ দশের নীচে পৌঁছে গিয়েছে। আরও ২-৩ দিনও রাজ্যে সামগ্রিকভাবে জমজমাট শীত থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কলকাতা, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও রোদ ঝলমলে থাকবে আকাশ। উত্তরবঙ্গে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকায়, সেখানে শীতের আমেজ ভালই টের পাওয়া যাবে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে, জলীয় বাষ্পের কারণে কুয়াশা থাকলেও, বছরের শেষভাগে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
শুধু আজ নয়, আগামী কয়েকদিনও তাপমাত্রা ওঠানামা লেগেই থাকবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন: Covid Update: বড়দিনে মেতে কলকাতা, সংক্রমণও হাত-পা মেলছে! দোসর ওমিক্রন
আরও পড়ুন: Bengal BJP: বিজেপিতে বাড়ছে ‘লেফট’! এবার ছাড়লেন পাঁচ বিধায়ক, বেরিয়ে গেলেন শীলভদ্র-রাজুও