Weather Update: উইকেন্ডে ডে-আউটের প্ল্যান? ছাতা ছাড়া যাবেনই না, কারণ…

Kolkata: রবিবার, বৃষ্টির  সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে

Weather Update: উইকেন্ডে ডে-আউটের প্ল্যান? ছাতা ছাড়া যাবেনই না, কারণ...
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 8:29 AM

কলকাতা: রবিবারের ছুটিতে ডে-আউটের পরিকল্পনা করেছেন? বাইরে কাটাতে চান ছুটি টা? তাহলে সঙ্গে ছাতা অবশ্যই রাখুন। কারণ, আবার আসছে বৃষ্টি। রবিবার, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। সঙ্গে দিনের দিন বাড়ছে তাপমাত্রাও। শনিবারের চেয়ে প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা আরও বাড়তে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। রবিবার, বৃষ্টির  সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারের পর সোমবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায়। তবে সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার বদল হতে শুরু করবে। ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।মঙ্গলবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ একেবারে পরিষ্কারই থাকবে। তার সঙ্গে আবহাওয়াও শুষ্ক থাকবে। তবে,  নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে না।

রবিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কম। সোমবারের সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে দু-এক জেলায়।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি চলবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ। বৃষ্টি হলেও তাপমাত্রা নতুন করে নামার কোন সম্ভাবনা নেই।

পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে গিয়ে রবিবার সিকিমের ওপর দিয়ে যাবে। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং পূবালি গরম হাওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং রাজস্থানে। রবিবার কোথাও আংশিক মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা তাই থাকছেই।

পাশাপাশি এখন ফেব্রুয়ারি অর্ধেক অতিক্রম করে আমরা এখন মার্চের দিকে যাচ্ছি। ফলে কালবৈশাখীর মতো ঝড়ের উপদ্রব হতে পারে। তবে, ধীরে ধীরে মার্চের মাঝামাঝি থেকেই রাজ্যে  গ্রীষ্ম অনুভূত হতে শুরু করবে। আর বিদায় নেবে মরশুমি শীত।

আরও পড়ুন: Sadhan Pandey’s Health: ‘ইজ় মাই বেস্ট নট এনাফ’, গত ৩ দিন ধরে গুরুতর সাধন, কন্যা শ্রেয়ার ফেসবুক পোস্টে বাড়ছে জল্পনা!