TMC Clash in Bishnupur: রাতভর মুড়িমুড়কির মতো পড়ল বোমা, চলল গুলি! এলাকা দখলের লড়াইয়ে তৃণমূলের দুই ‘টিম’
Kolkata: অভিযোগ, শনিবার রাত সাড়ে এগারোটার পর থেকেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তারপরেই রাতভর চলে বোমাবাজি। মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে।
কলকাতা: রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব বোমাবাজি। চলল গুলিও। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাগি এলাকা। গুলিতে আহত এক। এলাকার চতুর্দিক ভরেছে বোমের স্প্রিংটার-সুতলিতে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমা বৃষ্টির পাশাপাশি চলে ৮ থেকে ৯ রাউন্ড গুলিও। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় আড়াআড়ি বিভক্ত শাসক দল (TMC)। বীরেন মণ্ডল এবং বেতাল মণ্ডল গোষ্ঠীর মধ্য়ে বিরোধ অনেকদিনের। সেই বিরোধকে কেন্দ্র করেই আচমকা এই বোমাবাজি গুলিকাণ্ড (Bomb Blast, Shoot Out)।
অভিযোগ, শনিবার রাত সাড়ে এগারোটার পর থেকেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তারপরেই রাতভর চলে বোমাবাজি। মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে। বীরেন গোষ্ঠীর অভিযোগ, বীরেনকে লক্ষ্য করে গুলি চালায় বেতাল মণ্ডল ও তার অনুগামীরা। কোনওক্রমে পালিয়ে বাঁচেন বীরেন। তাঁর গায়ে গুলি না লাগলেও সঙ্গে থাকা দুই প্রতিবেশী প্রদীপ নস্কর ও প্রভাত গায়েনকে দুষ্কৃতীরা ধরে ফেলে ও ব্যাপক মারধর করে বলে অভিযোগ। প্রভাতের মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারা হয়, বলে অভিযোগ ওঠে। গুলিতে আক্রান্ত হন প্রদীপ। তাঁর বাম পায়ের উরুতে গুলি লাগে। প্রদীপকে দ্রুত স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ । স্থানীয় মানুষ ও বিষ্ণুপুর থানার পুলিশ গুলি বিদ্ধ প্রদীপ নস্কর কে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে গেলেও প্রদীপের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকেরা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। এলাকায় বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন,বেশ কয়েকদিন ধরেই এলাকায় বেড়েই চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য ৷ সঙ্গে এলাকায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপও। এলাকার সুস্থ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতেই প্রতিবাদ করতে গিয়েছিলেন প্রদীপ আর তারপরেই গুলিবিদ্ধ হন তিনি।