Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Report: প্রবল গরম থেকে কবে মিলবে একটু স্বস্তি? কী বলছে আবহাওয়া দফতর?

Weather Report: বেলা বাড়লেই গরম বাড়তে শুরু করছে। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। আপাতত নেই স্বস্তির সম্ভাবনা।

Weather Report: প্রবল গরম থেকে কবে মিলবে একটু স্বস্তি? কী বলছে আবহাওয়া দফতর?
কেমন থাকবে আবহাওয়া, জানাল আলিপুর
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 8:29 PM

কলকাতা : কাঠফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত শহরবাসীর। বেলা বাড়লে বাড়ি থেকে বেরনোই দায় হয়ে উঠছে। কার্যত গরমে ধুঁকতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতির মধ্যেও নেই কোনও স্বস্তির খবর। আগামী কয়েকদিনেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তিন দিন পরে বঙ্গোপসারের ওপর থেকে কিছু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, তার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টির মাত্রাও খুব বেশি হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিন তিনেক পরে বঙ্গোপসারের ওপর থেকে কিছু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করবে। তার ফলে মেঘ তৈরি হবে। আর সেঘ মেঘের প্রভাবেই শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব বেশি বৃষ্টি না হলেও শুষ্ক আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রাও খুব একটা পরিবর্তন হবে না কলকাতায়। পারদ থাকবে ৩৪ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গে যেরকম হালকা বৃষ্টি হচ্ছে সে রকমই চলবে আপাতত। পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে ৪০-এর ওপরে তাপমাত্রা থাকবে। তাপ প্রবাহের কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এ বছর মার্চ-এপ্রিল মাসে যে আবহাওয়া দেখা যাচ্ছে, তা অস্বাভাবিক বলেই উল্লেখ করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এমন আবহাওয়া আগে দেখা যায়নি। কালবৈশাখীরও দেখা নেই এখনও পর্যন্ত। বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাবেই এমনটা হচ্ছে বলে মনে করছেন তাঁরা। গত কয়েক বছরে নেই এমন নজির।

আরও পড়ুন : Rampurhat Murder: স্কুটি থেকে নমুনা সংগ্রহে কেন অবহেলা? সিবিআইয়ের প্রশ্নের মুখে দিশেহারা পুলিশ

আরও পড়ুন : Mahishadal Women Harassment: প্রেমের প্রস্তাবে কেন না? যুবতীকে ‘অ্যাসিড ছুঁড়ব’ বলে শাসানি যুবকের