পৌষের শেষবেলায় কনকনে হাওয়ার দাপট, তবু তাপমাত্রা ১৬-র ঘরেই
উত্তরবঙ্গে আবার ঘন কুয়াশার দাপট চলছে টানা। সে সমতল হোক বা ডুয়ার্স।
কলকাতায় বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা-ও দু’ডিগ্রি বেশি। গত কয়েক দিনের তুলনায় বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ এ দিন অনেকটাই কম, ৮৫ শতাংশ। তাই অস্বস্তিটা একেবারে উধাও।
উত্তরবঙ্গে আবার ঘন কুয়াশার দাপট চলছে টানা। সে সমতল হোক বা ডুয়ার্স। মঙ্গলবারও কুয়াশার কারণে বাগডোগরা বিমানবন্দরে ২১টি বিমান বাতিল হয়। সকাল থেকে দিল্লি, মুম্বই ও কলকাতা থেকে অধিকাংশ বিমান নামতে পারেনি। বুধবারও একই পরিস্থিতির জেরে বিমান বাতিলের সম্ভাবনা রয়েছে। জাতীয় সড়কে যানবাহন ধীর গতিতে চলছে। সিকিমের আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, উত্তরবঙ্গ জুড়ে এই পরিস্থিতি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। আরও ২৪ ঘণ্টা এই পরিস্থিতি চলবে।
আরও পড়ুন: বাড়ির সামনেই বিজেপি কর্মীকে ফেলে লাঠিপেটা, ফের উত্তপ্ত ট্যাংরা
আগামী দু-তিনদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানে শৈত্যপ্রবাহের আভাস। দক্ষিণ ভারতে আবার বৃষ্টি অব্যাহত। ভারি বৃষ্টির আভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে।