Today Weather Update: শীতের দুয়ারে পড়ল কাঁটা, আবারও নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে বাংলা
Weather: ভাইফোঁটার পরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু কেন হঠাৎ এই বৃষ্টি? হাওয়া অফিস বলছে, নেপথ্যে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। ১৬ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। শেষমেশ নিম্নচাপ কোন দিকে যাবে, যদিও তা এখনও স্পষ্ট নয়।
কলকাতা: কালীপুজোর মুখে আবারও নিম্নচাপ কাঁটা। নতুন করে গভীর নিম্নচাপ হওয়া মানেই ফের ঠান্ডার দুয়ারে বাধা পড়বে। আবারও বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আবহাওয়া অফিস বলছে, কালীপুজো, দিওয়ালির আকাশ পরিষ্কার থাকবে। তবে ভাইফোঁটা থেকেই মেঘ ঢুকবে বাংলার আকাশে। যার জেরে রাতের তাপমাত্রাও বাড়বে কিছুটা।
ভাইফোঁটার পরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু কেন হঠাৎ এই বৃষ্টি? হাওয়া অফিস বলছে, নেপথ্যে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। ১৬ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। শেষমেশ নিম্নচাপ কোন দিকে যাবে, যদিও তা এখনও স্পষ্ট নয়।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হলে তা উত্তর-পশ্চিম বরাবর এগিয়ে যাবে। যার জেরে আগামী ১৫ ও ১৬ তারিখ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের জন্য কারণে শীতের আমেজ আবার খানিকটা বাধা পাবে দক্ষিণবঙ্গে। যদিও উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।