Weather Update: কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়বৃষ্টি আসছে, সঙ্গে বাজের দাপট

Weather Update: উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে চলেছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে।

Weather Update: কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়বৃষ্টি আসছে, সঙ্গে বাজের দাপট
আকাশ ঢাকতে পারে ঘন মেঘে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 3:09 PM

কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। এমনই পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। ইতিমধ্যেই ঘন মেঘে ঢেকেছে আকাশ। বিভিন্ন জায়গায় দু’ এক ফোঁটা বৃষ্টিও শুরু। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় আগামী কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে চলেছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। হাওয়া অফিসের পরামর্শ, ঝড় বৃষ্টি চলাকালীন নিরাপদ জায়গায় আশ্রয় নিন।

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাত থেকে জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলছে। এক এক জায়গায় তো বৃষ্টির সঙ্গে ঝড়ও হয়েছে। উত্তর প্রদেশের উপর ঘূর্ণাবর্তের অবস্থানই বাংলা ও ওড়িশায় ঝড়-বৃষ্টির কারণ বলে মত হাওয়া অফিসের।

আজ বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার, শনিবার বৃষ্টি চলবে। শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে মার্চে নজির তৈরি করা পারাপতন হয়েছে। একদিন আগেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াসে নামে। এর আগে ২০০৩ সালে মার্চ মাসে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।