Weather Update: ‘সে’ আসছে, উত্তাল হয়ে যাবে সমুদ্র! টানা ২ দিন যেতে মানা মৎস্যজীবীদের
Weather Update: যেভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে, রবিবার থেকে সেই ছবি বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ায়। রবিবার বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা: হাওয়া-বদলের জোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া এতটাই বদলে যাবে আগামী সপ্তাহের শুরুতে যে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী সোম ও মঙ্গলবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা – দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এই দুই জেলারই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অনেকেই সমুদ্র মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এবার আগামী সপ্তাহের শুরুর দু’দিন তাঁদের সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে বৃষ্টির কথা মাথায় রেখে।
যেভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে, রবিবার থেকে সেই ছবি বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ায়। রবিবার বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বাংলার কোনও জায়গাতেই তাপমাত্রা ৪০-এর উপরে থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুধু বৃষ্টিপাতই নয়, সঙ্গে বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারছিল না বাংলায়। সেই কারণেই এই শুষ্ক গরম দেখা যাচ্ছিল দক্ষিণের জেলাগুলিতে। তবে সোমবার থেকেই ঘুরে যাচ্ছে খেলা। দাবদাহ থেকে তো আপাতত মুক্তি মিলছেই, সঙ্গে আবহাওয়ার এতটাই ভোল-বদল হয়ে যে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। সেই কারণে আবহাওয়া দফতর থেকে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।





