Weather Update: ভ্যাপসা গরম এখন থাকছেই, আবার কবে বৃষ্টি, জানালেন আবহাওয়াবিদরা
Weather Update: আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৭ তারিখ পর্যন্ত জারি থাকবে বৃষ্টি। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতা: এক টানা বৃষ্টি চলার পর্যায় শেষ। এখন ঘরের বাইরে বেরোলেই ভ্যাপসা গরম। আকাশ মেঘলা। প্যাচপ্যাচে ঘাম। আগামী কয়েক দিনের মধ্যে আর সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, বলছেন আবহাওয়াবিদরাই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ১ তারিখ থেকে উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনায় দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৭ তারিখ পর্যন্ত জারি থাকবে বৃষ্টি। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির কথা বলা হচ্ছে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে।
আকাশে মেঘ জমছে। ফলে দিনের যে তাপমাত্রা প্রবেশ করছে, তা আর বেরোতে পারছে না। ফলে সন্ধ্যার পর থেকে গুমোট হচ্ছে পরিস্থিতি। একটা ভ্যাপসা গরম। দুদিন আগেই রাতের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, যা হত বারো বছরে অগস্টের ইতিহাসে দেখা যায়নি। আপাতত অগস্টে আর দক্ষিণবঙ্গবাসীর কপালে বৃষ্টির সুখ নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।