Weather Update: সাগরে জোরাল নিম্নচাপ, আজ থেকেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি

Weather Update: ঝাঁপিয়ে বৃষ্টি নামলেই গরম কমবে। দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার আশা। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বুধবারের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে।

Weather Update: সাগরে জোরাল নিম্নচাপ, আজ থেকেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি
বাংলায় কবে বৃষ্টি?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 4:21 PM

কলকাতা: প্রবল গরমের মধ্যেও সুখবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। তার জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বুধ ও বৃহস্পতিবার বার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২ দিনে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম।

ঝাঁপিয়ে বৃষ্টি নামলেই গরম কমবে। দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার আশা। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বুধবারের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। পরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে সরতে পারে।

গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে বটে, তবে তাতে গরম সেভাবে কমছে কই! সকাল থেকেই তাপমাত্রা উর্ধ্বমুখী। সকাল আটটাতেই যেরকমের রোদ থাকছে, তাতে রাস্তায় বেরোলেই গলদঘর্ম অবস্থা সকলের। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, ঘাম হচ্ছে মারাত্মক। তবে আমজনতার কথায় বৃষ্টি তো হচ্ছে যেন ‘ওয়ার্ড ভিত্তিক’। অর্থাৎ এ পাড়ায় বৃষ্টি হচ্ছে তো ও পাড়া শুকনো।

এবার আশা দেখাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তাহলে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জন্য এখনই অবশ্য কোনও আশার আলো দেখাতে পারেননি আবহাওয়াবিদরা।