Weather Update: শরীরে শিরশিরে ভাব? সুখ আসন্ন! দিনক্ষণ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষেই তাপমাত্রা নামবে স্বাভাবিকের নীচে। জলীয় বাষ্পের বাধা কাটিয়ে গতি বাড়ছে উত্তুরে হাওয়ার। ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ২০ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা।
কলকাতা: ভোরে ঘরের বাইরে বেরলে লাগছে কেমন যেন একটা শিরশিরে ভাব অনুভূত হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি হয়ে গিয়েছে। কিন্তু এখনও বাংলায় সেভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে না। প্রশ্ন হচ্ছে, বাংলায় শীত আসছে কবে? আবহাওয়াবিদরা বলছেন, অবশেষে ঠান্ডা আমেজের আশা বাংলা জুড়ে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষেই তাপমাত্রা নামবে স্বাভাবিকের নীচে। জলীয় বাষ্পের বাধা কাটিয়ে গতি বাড়ছে উত্তুরে হাওয়ার। ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ২০ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার পারদ।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব এলাকাতেই রাতের তাপমাত্রা এক-দু ডিগ্রি নামতে পারে। সপ্তাহান্তেই শীতের আমেজ চলে আসতে পারে বাংলায়।
তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ির কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।