COVID 19: কাটছে না আতঙ্কের মেঘ, দৈনিক করোনা আক্রান্তের নিরিখে কেমন আছে বাংলার জেলাগুলি?

COVID 19: শুক্রবার মারা গিয়েছেন ৫ জন। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৪। অন্যদিকে এদিন সারাদিনে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৬.৩২ শতাংশ।

COVID 19: কাটছে না আতঙ্কের মেঘ, দৈনিক করোনা আক্রান্তের নিরিখে কেমন আছে বাংলার জেলাগুলি?
পাড়ায় পাড়ায় চলছে নমুনা সংগ্রহ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2022 | 8:08 PM

কলকাতা: কমছে না করোনা(Coronavirus) উদ্বেগ। তবে বিগত দুদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী রয়েছে। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের (Corona Infection) সংখ্যা ছিল ৭৭৫। সেখানে শুক্রবার তা জানাল ৭৮৩। শুক্রবার মারা গিয়েছেন ৫ জন। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৪। অন্যদিকে এদিন সারাদিনে পজিটিভিটি রেট (Positivity Rate) দাঁড়িয়েছে ৬.৩২ শতাংশ। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…

কলকাতা – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৯১ জন। বৃহস্পতিবার আক্রান্ত ১৯১ জন। 

উত্তর ২৪ পরগনা – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। বৃহস্পতিবার আক্রান্ত ১২৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা – শুক্রবার আক্রান্ত হয়েছেন ২৬ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৩৪ জন। 

হাওড়া – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩১ জন। বৃহস্পতিবার আক্রান্ত ২৯ জন। 

নদিয়া – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। 

পশ্চিম বর্ধমান – শুক্রবার আক্রান্ত হয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৩৯ জন। 

পশ্চিম মেদিনীপুর- শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বৃহস্পতিবার আক্রান্ত ২৪ জন। 

দার্জিলিং- শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৩৩ জন। 

বীরভূম- শুক্রবার আক্রান্ত হয়েছেন ১১১ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৮০ জন। 

পূর্ব বর্ধমান- শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার আক্রান্ত ২৫ জন। 

পূর্ব মেদিনীপুর – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার আক্রান্ত ১০ জন। 

জলপাইগুড়ি – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার আক্রান্ত ২৭ জন। 

মুর্শিদাবাদ- শুক্রবার আক্রান্ত হয়েছেন ৭ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। 

মালদহ – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার আক্রান্ত ২৪ জন। 

উত্তর দিনাজপুর – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৭ জন। 

আলিপুরদুয়ার – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। 

বাঁকুড়া – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৪ জন।

দক্ষিণ দিনাজপুর – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার আক্রান্ত ১০ জন। 

পুরুলিয়া – শুক্রবার আক্রান্ত হয়েছেন ২৩ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৩০ জন।

ঝাড়গ্রাম – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৭ জন। বৃহস্পতিবার আক্রান্ত ১ জন। 

কোচবিহার – শুক্রবার আক্রান্ত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার আক্রান্ত ১১ জন। 

কালিম্পং – শুক্রবার আক্রান্ত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৪ জন। 

হুগলি – শুক্রবার আক্রান্ত হয়েছেন ২৮ জন। বৃহস্পতিবার আক্রান্ত ৩৯ জন।