Arpita Mukherjee: মধ্যরাতে নয়াবাদের ফ্ল্যাটে পার্টি করতে আসতেন অর্পিতা, এবার সেখানেই হানা ইডির

Tollygung: টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার হয়েছিল গত শুক্রবার।

Arpita Mukherjee: মধ্যরাতে নয়াবাদের ফ্ল্যাটে পার্টি করতে আসতেন অর্পিতা, এবার সেখানেই হানা ইডির
এই বাড়িতেই ইডির তল্লাশি চলছে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 10:32 PM

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির তালিকা ক্রমেই দীর্ঘ হয়ে চলেছে। একেবারে সাদামাটা মধ্যবিত্ত ঘরানার একটা মেয়ে, কিছু মডেলিং আর টুকটাক অভিনয় করে যে এমন বিপুল সম্পত্তির মালিক হতে পারেন, স্তম্ভিত হয়ে যাচ্ছে তামাম রাজ্যবাসী। টালিগঞ্জ, বালিগঞ্জ, বেলঘরিয়া, নিউটাউনের পর এবার নতুন ঠিকানার খোঁজ পেল ইডি। এবার নয়াবাদের পঞ্চসায়রে হানা দিল ইডি। এখানে অর্পিতার একটি ফ্ল্যাট রয়েছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার একটি রেসিডেন্সির ডি ব্লকের বি ৩ অ্যাপার্টমেন্ট তল্লাশি চালায় ইডি।

স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে পর্যন্ত এই ফ্ল্যাটে মাঝরাত পর্যন্ত পার্টি করতেন অর্পিতা মুখোপাধ্যায়। গভীর রাতে এই ফ্ল্যাটে আসতেন তিনি। চলত দেদার খানাপিনা আর হইহই। কিন্তু অতি সম্প্রতি এখানে অর্পিতা আসা কমিয়ে দিয়েছিলেন বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকার লোকজনের কেউ কেউ বলছেন, রিসেলে এই ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি।

টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার হয়েছিল গত শুক্রবার। এরপর বুধবার বেলঘরিয়ায় প্রায় ২৮ কোটি টাকার খোঁজ পায় ইডি। হিসাবটা ৫০ কোটি ছুঁয়ে ফেলেছে। এরইমধ্যে নয়াবাদের ইডেন রেসিডেন্সিতে চার তলায় তল্লাশি শুরু করেছে ইডি। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এই অভিযান চলছে। ইতিমধ্যেই সেখানে প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ সিজার লিস্ট যে তৈরি হবে তা বলাই যায়।

এদিন সন্ধ্যায় নিউটাউনের একটি ফ্ল্যাটেও হানা দেন ইডির আধিকারিকরা। যদিও সেখান থেকে কিছু উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর। প্রাথমিক অনুসন্ধানে কিছু মেলেনি। সেখানে ওয়ারিং, রং পর্যন্ত হয়নি বলেই ইডি সূত্রে খবর। তবে পঞ্চসায়রে প্রিন্টার নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ফ্ল্যাটের ভিতর কিছু রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ফ্ল্যাট অর্পিতার নামে বলেই জানা গিয়েছে। এই ফ্ল্যাটে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ৫ ঘণ্টা হতে চলল ইডির আধিকারিকরা রয়েছেন। ইডির তল্লাশির খবর আসতেই এই আবাসনের সামনে এলাকার লোকজনের ভিড়। গত কয়েকদিনে যে বিপুল নগদ তাঁরা টিভির পর্দায় দেখেছেন, সে দৃশ্য এবার চোখের সামনে দেখতে পান কি না, সে প্রশ্নও কারও কারও মনে।