Fire in Kolkata: মহেশতলায় কেমিক্যাল কোম্পানির পাইপ লাইনে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Fire in Kolkata: দমকলের তৎপরতাতেই বেশ কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আশে। এদিকে এ ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় বজবজ ট্রাঙ্ক রোডে। আতঙ্ক ছড়ায় চালকদের মধ্যেও।
কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) ঘটনা শহর কলকাতায়। এদিন মহেশতলার(Maheshtala) জলকল বজবজ ট্রাঙ্ক রোডের ধারে একটি কেমিক্যাল কোম্পানির পাইপ লাইনে প্রথমে বিকট শব্দ হয়। তাতেই তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে পাইপ লাইনটি। তীব্র আতঙ্ক ছড়ায় পথচারীদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মহেশতলা থানার পুলিশ। খবর যায় দমকলে। চলে আসে দুটি ইঞ্জিন। দমকলের(Fire Bridge) তৎপরতাতেই বেশ কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আশে। এদিকে এ ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় বজবজ ট্রাঙ্ক রোডে। আতঙ্ক ছড়ায় চালকদের মধ্যেও। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি।
এদিকে কলকাতায় অগ্নিকাণ্ড যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লাগাতার সচেতনতামূলক প্রচারের পরেও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। অন্যদিকে চলতি মাসেই ভবানীপুরের একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘ এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে ওই ঘটনাতেও কোনও হতাহতের খবর সামনে আসেনি।
অন্যদিকে চলতি বছর মার্চে আবার লেকটাউনের এক গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শোনা যায়। যা নিয়েও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গেঞ্জি কারখানায় তিনতলায় আচমকাই আগুন লেগে যায় বলে খবর। শর্ট-সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছিল। শেষে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।