মহিমা তব… তৃণমূলের রোড-শো করে বিজেপির প্রচারেও ‘পরদেশ গার্ল’!
তৃণমূল প্রার্থী মদন মিত্রের (TMC Candidate Madan Mitra) হয়ে রোড-শো করে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর হয়ে (BJP Candidate Sabyasachi Dutta) ভোট চাইতে দেখা গেল বলিউড অভিনেতা মহিমা চৌধুরী (Mahima Chaudhry) কে।
কলকাতা: তাঁর কাছে দু’জনই ভাল প্রার্থী, দু’জনেরই জেতা দরকার। তাই তৃণমূল প্রার্থী মদন মিত্রের (TMC Candidate Madan Mitra) হয়ে রোড-শো করে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর হয়ে (BJP Candidate Sabyasachi Dutta) ভোট চাইতে দেখা গেল বলিউডের বাঙালি অভিনেতা মহিমা চৌধুরী (Mahima Chaudhry) কে। গত ৫ এপ্রিল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে হুড খোলা জিপে প্রচারে বেরিয়েছিলেন পরদেশ সিনেমার অভিনেত্রী। আর সোমবার তাঁকে দেখা গেল বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে প্রচার করতে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
প্রসঙ্গত, ১৭ এপ্রিল উত্তর ২৪ পরগনার কামারহাটি (Kamarhati) কেন্দ্রে ভোটগ্রহণ। আবার ওই দিনেই রয়েছে বিধাননগর (Bidhannagar) কেন্দ্রে ভোটগ্রহণ। কামারহাটিতে যেখানে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন যে মহিমা, সোমবার তাঁকে দেখা গেল বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়েই ভোট চাইতে।
গত ৫ এপ্রিল মহিমার সঙ্গে নির্বাচনী প্রচারের ছবি নিজের টুইটারে আপলোড করেছিলেন মদন মিত্র। তাতে বলিউড অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। আর প্রচারে বেরিয়ে মহিমাও জানিয়েছিলেন, মদন মিত্রকে তিনি আগে থেকে চেনেন। এর আগেও তাঁর হয়ে প্রচার করেছেন। এবারও চান কামারহাটি থেকে তৃণমূল প্রার্থীই জিতুন।
কাট-টু ১২ এপ্রিল, সোমবার। বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচীর সঙ্গে মহিমা প্রচারে বেরিয়ে বললেন, সব্যসাচী দত্ত মেয়র হিসেবে ভাল কাজ করেছেন। তাই তাঁর হয়ে প্রচার করা জরুরি। আবার সব্যসাচী জানান, তিনি যখন মেয়র হয়েছিলেন তখনও মহিমা এসেছিলেন। এবারও এসে পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: মদন-মহিমা, তৃণমূল প্রার্থীর প্রচারে এবার বলিউড তারকা
এ নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘একেই বলে পেশাদার’। কেউ লিখেছেন, “যে বেশি টাকা দিতে পারে তার! কিন্তু কোবরা কোথায়?” কেউ আবার মদন মিত্রের কথা দিয়ে কটাক্ষ করছেন, ‘ওহ লাভলি!’ সোশ্যাল মিডিয়ায় আবার এ নিয়ে মহিমাকে কটাক্ষ করেছেন অভিনেতা শ্রীলেখা মিত্র।