বাথরুমে গিয়েছিলেন, দরজা খুলতেই ঘিরে ধরেছিল চার যুবক! বিজেপি করায় ঘৃণ্য অভিজ্ঞতার শিকার মহিলা কর্মী
অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরপুকুরের (Thakurpukur) শীলপাড়া এলাকা। অভিযোগ, বিজেপি (Bengal BJP) করায় ওই মহিলাকে মারধর করা হয়েছে।
কলকাতা: রাতে বাথরুমে গিয়েছিলেন। দরজা খুলতেই তাঁকে ঘিরে ধরেছিলেন তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা। বুকের ওপর ধারালো অস্ত্রের কোপ! মধ্যরাতে ভয়াবহ অভিজ্ঞতার শিকার বিজেপি মহিলা কর্মী। অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরপুকুরের (Thakurpukur) শীলপাড়া এলাকা। অভিযোগ, বিজেপি (Bengal BJP) করায় ওই মহিলাকে মারধর করা হয়েছে।
শিলপাড়ার আক্রান্ত ওই মহিলা বিজেপি কর্মীর নাম কাকলি কর্মকার। তাঁর বয়ান অনুযায়ী, শনিবার রাতে তিনি যখন বাথরুম যান, সেই সময় তিন জন অপরিচিত যুবক তাঁকে একা পেয়ে ঘিরে ধরে। তাঁর বুকের ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাঁর পেটেও আঘাত করে। যাতে তিনি চিৎকার না করতে পারেন তার জন্য একজন তাঁর মুখ চেপে ধরে বলেও অভিযোগ।
দুষ্কৃতীরা তাঁর পেটে বেপরোয়াভাবে লাথি মারে বলে অভিযোগ মহিলার। এমনকি ছেড়ে দেওয়ার আগে তাঁকে শাসানো হয়, ‘দ্বিতীয়বার যদি বিজেপি করতে দেখি তাহলে এর থেকেও খারাপ অবস্থা হবে।’ গোটা বিষয়টাই মহিলা ঘরে ফিরে পরিবারের সদস্যদের জানান। সকালে ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন: ভোট মিটলেও জারি সন্ত্রাস! ছোড়া হল বোমা, চলন্ত গাড়ি থেকে লাফ প্রার্থীর! অভিযোগে ধুন্ধুমার মিনাখাঁয়
কাকলির বক্তব্য, “শারীরিক যন্ত্রনা তো আছেই। তবে ভয় হচ্ছে, এরপর কী হবে। বাড়ির বাকি লোকদের জন্যও ভয় হচ্ছে।” অভিযুক্তদের কাউকেই তিনি চিনতে পারছেন না বলে জানিয়েছেন। পুলিশ ওই মহিলার বয়ান খতিয়ে দেখছে।