West Bengal Assembly Election 2021 Phase 5: আলমবাজারে হামলার মুখে পার্নো মিত্র, নামল RAF

আলমবাজারে (Alabazar) বুথ (West Bengal Assembly Election 2021 Phase 5) পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি (Bengal BJP) প্রার্থী পার্নো মিত্র (Parno Mitra)।

West Bengal Assembly Election 2021 Phase 5: আলমবাজারে হামলার মুখে পার্নো মিত্র, নামল RAF
আলমবাজারে বিক্ষোভের মুখে পার্নো
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 1:47 PM

আলমবাজার: আলমবাজারে (Alabazar) বুথ (West Bengal Assembly Election 2021 Phase 5) পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি (Bengal BJP) প্রার্থী পার্নো মিত্র (Parno Mitra)। অভিযোগ, সেসময় তৃণমূল কর্মী সমর্থকরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেন। পার্নোর সঙ্গে থাকা বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। সেসময় দুপক্ষের বচসা শুরু হয়।

পার্নোর অভিযোগ, ৮ নম্বর ওয়ার্ডের ৭৮ নম্বর বুথের বাইরে তৃণমূলের লোক জমায়েত করে রেখেছিল। তাঁরা ভোটারদের প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ। পার্নো মিত্র সিআরপিএফ জওয়ানকে বলেছিলেন, বিষয়টি দেখে নেওয়ার জন্য। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পার্নোকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। তাঁকে ঘিরে ধরা হয়। গাড়িতে লাথি মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি হেডকোয়ার্টার। পার্নো মিত্র তাঁর কাছে অভিযোগ জানান। এরপর গোটা এলাকায় ডমিনেশন শুরু করে কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তাড়া করেন তাঁরা। বুথের ১০০ মিটারের মধ্যে এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: ‘এই শোন তো, কথা আছে’ এই বুথে বুথের বাইরে বিজেপি এজেন্টকে ডাকা হয়, আর তারপরই… মিনাখাঁয় হুলুস্থুূল

৭ নম্বর ওয়ার্ডের ৯১,৯২,৯৩ নম্বর বুথেও অশান্তি হয়। ঝামেলা হয় পঞ্চাননতলার বুথেও। পুলিশ কর্তা তাঁকে জানিয়েছেন, যেখানেই অশান্তির খবর মিলছে, ক্যুইক রেসপন্স টিমকে জানাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দেন তিনি।