মমতাকে আটকাতেই কমিশনের নিষেধাজ্ঞা, তোপ যশবন্তের

সদ্য তৃণমূলের সহ-সভাপতির পদে বসা বাজপেয়ী জমানার মন্ত্রীর কটাক্ষ, এখন নিশ্চিতভাবে বলা যায় নির্বাচন কমিশন (Election Commission) আর নিরপেক্ষ নয়।

মমতাকে আটকাতেই কমিশনের নিষেধাজ্ঞা, তোপ যশবন্তের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 10:47 PM

কলকাতা: মমতার কোচবিহার সফর আটকাতেই কমিশনের নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এমনই টুইট করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সদ্য তৃণমূলের সহ-সভাপতির পদে বসা বাজপেয়ী জমানার মন্ত্রীর কটাক্ষ, এখন নিশ্চিতভাবে বলা যায় নির্বাচন কমিশন (Election Commission) আর নিরপেক্ষ নয়।

চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সেখানে রওনা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এদিনই নির্বাচন কমিশন (Election Commission) জানিয়ে দিয়েছে, আগামী ৭২ ঘণ্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা যেতে পারবেন না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। যদিও এমনটা মানতে নারাজ যশবন্ত।

টুইটারে তিনি সাফ লেখেন, মমতাকে কোচবিহারে যেতে বাধা দিয়ে নিজেকেই কর্দমাক্ত করল নির্বাচন কমিশন। তিনি যোগ করেন, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতার কর্তব্যের মধ্যেই পড়ে এই সফর। কিন্তু কমিশন তা আটকে দিল। আর এ থেকেই কমিশন যে স্বচ্ছ নয় তার প্রমাণ পেয়ে গেলেন বলে টুইটে ক্ষোভ প্রকাশ করেন সিনহা।

প্রসঙ্গত, মাস খানেক আগে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা একসময়ের প্রথম সারির বিজেপি নেতা যশবন্ত সিনহা। এর আগে বহুবার তাঁকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন করতে। উনিশের লোকসভার আগে মমতার হয়ে প্রচার করেছেন। যোগ দিয়েছেন তৃণমূল নেত্রীর ডাকা ব্রিগেড সমাবেশে।

আরও পড়ুন: ‘সন্ন্যাস’ ভেঙে জোড়াফুলে যশবন্ত, মমতার মোদী-বিরোধী ভাবমূর্তিতে বড় সিলমোহর?

এরাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এবার বাংলায় বিধানসভা ভোটের আগে মমতার সমর্থনে সরাসরি তৃণমূলে যোগ দেন এই দুঁদে রাজনীতবিদ।