পাখির চোখ মোদীর ব্রিগেড, সভা ‘চূড়ান্ত সফল’ করতে আটঘাট বেঁধে নামছে বঙ্গ বিজেপি

৭ মার্চ মোদীর ব্রিগেড সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি, ব্রিগেডে বাম-কংগ্রেস জোটের ব্রিগেডের জনসমাগম বিজেপির কাছে নয়া চ্যালেঞ্জ

পাখির চোখ মোদীর ব্রিগেড, সভা 'চূড়ান্ত সফল' করতে আটঘাট বেঁধে নামছে বঙ্গ বিজেপি
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 01, 2021 | 7:03 PM

কলকাতা: অমিত শাহের মঙ্গল-বুধবারের বঙ্গ সফর অনিশ্চিত। এর মধ্যে আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)’র ব্রিগেড সমাবেশের উপর পাখির চোখ রেখেছে বঙ্গ বিজেপি (BJP)। মোদীর ব্রিগেড সমাবেশকে চূড়ান্ত সফল করতে কোনওরকম ঢিলেমি দিতে নারাজ দিলীপ ঘোষরা। তাই আগামী আগামী এক সপ্তাহ ধরে নিরবচ্ছিন্ন ভাবে প্রস্তুতি চালাবেন তাঁরা। জনসংযোগ, জনসভার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও চলছে লাগাতার প্রচার। এর মধ্যেই এদিন ব্রিগেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার প্রমুখ।

জানা গিয়েছে, মোদীর ব্রিগেড সভায় তিনটে মঞ্চ হবে। এর মধ্যে একটি মূল মঞ্চ। বিভিন্ন জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন। বঙ্গ বিজেপি নেতৃত্ব বলছেন তাঁদের টার্গেট ব্রিগেড সভায় ১০ লক্ষ মানুষের জমায়েত করা। এই লক্ষ্যে বিভিন্ন জেলার মানুষ টানতে বিশেষ ভার দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। এদিকে প্রধানমন্ত্রীর সভায় বিপুল জনাসমাবেশে নিরপত্তার দিকটিও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তবে মোদীর ব্রিগেড মঞ্চে ছাউনি থাকবে কিনা সে নিয়ে আলোচনা চলছে। এতদিন বাম ও অন্যান্য দলের ব্রিগেড সভায় ছাউনি দেখা যায়নি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন ব্রিগেড সভাকে ঐতিহাসিক রূপ দেওয়াই তাঁদের লক্ষ্য। রাজ্য রাজনৈতিক মহলের একাংশের কথায়, বাম-কংগ্রেস জোটের ব্রিগেডের জনসমাগম বিজেপির কাছে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও মোদীর ব্রিগেডের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। রাজ্য বিজেপির এক নেতার কথায়, ব্রিগেড মাঠে ইতিহাস তৈরি করবেন মোদী।

সূত্রের খবর, মোদীর ব্রিগেড সভার পর ফের বঙ্গ সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গল ও বুধবারের সফরে মূলত কলকাতাতেই ঢালাও কর্মসূচি ছিল অমিত শাহের। এছাড়া একাধিক নেতার বিজেপিতে যোগদানেরও কথা ছিল। এখন ওই নেতারা মোদীর সভায় যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে।

আরও পড়ুন: আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্য সরকারের, এবার তৃণমূলে?

এর আগে ২৩ গত সপ্তাহেই হুগলির ডানলপে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। মমতার সরকারের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি সহ একাধিক অভিযোগ তুলে বাংলায় বিজেপিই ক্ষমতায় আসছে বলে ঘোষণা করেন তিনি। তার ৪৮ ঘণ্টার মধ্যেই একই স্থানে সভা করে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের মার্চ মাসে প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি।