Suvendu Adhikari: ‘রাজভবনের বাইরে ১৪৪ ধারা থাকার কথা’, তৃণমূলের কর্মসূচি নিয়ে প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari: এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা তৃণমূলের এই কর্মসূচিকে 'সস্তার রাজনীতি' বলেও কটাক্ষ করেছেন। শুভেন্দু লিখেছেন, "রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই সস্তার রাজনৈতিক নাটকের জন্য। আর পুলিশ এই কাজে সাহায্য করছে।"
কলকাতা: বৃহস্পতিবার দুপুরে রাজভবন অভিযান তৃণমূলের। ফাঁকা রাজভবনের গেটে একশো দিনের কাজের টাকার দাবিতে প্ল্যাকার্ড। এরপর রাজভবনের কাছেই মঞ্চ বেঁধে অবস্থান, ধরনা। আর এই সব নিয়েই এবার এক্স হ্যান্ডেলে খোঁচা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, রাজভবনের বাউন্ডারির বাইরে ১৫০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার কথা। সেখানে কীভাবে তৃণমূল মঞ্চ বেঁধে অবস্থান করছে, তা নিয়েই প্রশ্ন বিরোধী দলনেতার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “পুলিশের সহযোগিতায় তারা ১৪৪ ধারা জারি থাকা চত্বরে শুধু মিছিলই করেনি, একইসঙ্গে সেখানে ক্যাম্পও বানিয়ে ফেলেছে।”
এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা তৃণমূলের এই কর্মসূচিকে ‘সস্তার রাজনীতি’ বলেও কটাক্ষ করেছেন। শুভেন্দু লিখেছেন, “রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই সস্তার রাজনৈতিক নাটকের জন্য। আর পুলিশ এই কাজে সাহায্য করছে।” প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে এখন ‘জমিদারি’ শব্দটি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। তৃণমূলের মুখে শোনা যাচ্ছে ‘জমিদারি’, রাজ্যপালের বিবৃতিতেও ব্যবহার হচ্ছে ‘জমিদারি’। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ‘জমিদারি’ নিয়ে খোঁচা দিলেন রাজ্যের শাসক শিবিরকে।
প্রসঙ্গত, একশো দিনের কাজে বাংলার ‘বঞ্চিতদের’ টাকা আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লিতে দু’দিন প্রতিবাদ কর্মসূচি চালানোর পর এবার বাংলার বুকেও প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। গতকাল রাজভবন অভিযান শেষে অবস্থান শুরু করেছে তৃণমূল। রাজভবনের কাছেই মঞ্চ বাঁধা হয়েছে। যতক্ষণ না রাজ্যপালের সাক্ষাৎ মিলছে, ততক্ষণ অবস্থান চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে তৃণমূল শিবির। এরই মধ্যে এবার রাজভবনের কাছে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা।