Saridharam-Sarnadharam: সারি-সারনা ধর্মের প্রস্তাব পাশ বিধানসভায়, বিজেপি বলছে ‘ভোটের রাজনীতি’
Assembly: সারি মূলত সাঁওতাল সম্প্রদায়ের ধর্ম। সারনায় বিশ্বাসী ওঁরাও, মুণ্ডা, মুড়া, খাড়িয়া, হো, -সহ আরও অনেক আদিবাসী সম্প্রদায়।
কলকাতা: সারনা ধর্ম কোডের দাবিতে সম্প্রতি জেলায় জেলায় রেল অবরোধের ছবি দেখা গিয়েছে। দাবি না মিটলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ‘চাক্কা জ্যাম’-এর পথে হাঁটবেন বলেও জানিয়েছে তাদের সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। এরইমধ্যে শুক্রবার সারি ও সারনা ধর্ম সংক্রান্ত প্রস্তাব গৃহীত হল বিধানসভায়। প্রায় ১ ঘণ্টা আলোচনার পর এই প্রস্তাব পাশ হয়। ১৮৫ ধারায় প্রস্তাব আনেন তৃণমূলের বিধায়করা। আলোচনা পর্বে ছিলেন শাসকদলের রাজীবলোচন সোরেন, বীরবাহা হাঁসদা , সন্ধ্যারানি টুডু, বুলুচিক বরাইক, দুলাল মুর্মু, পরেশ মুর্মু। বিজেপির তরফে বলেন, বুধরাই টুডু, কমলাকান্ত হাঁসদা, মনোজ টিগ্গারা। সংখ্যার নিরিখে অনায়াসেই সরকারপক্ষের আনা প্রস্তাব পাশ হয়ে যায়। নিয়ম অনুসারে এবার তা কেন্দ্রের কাছে যাবে। কেন্দ্র অনুমোদন দিলে তা কার্যকর হবে। এদিন সারি, সারনা ধর্মের প্রস্তাব পর্বে ঐতিহ্য়শালী পোশাকে দেখা যায় বীরবাহা, সন্ধ্যারানিদের।
প্রস্তাব পাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজীবলোচন সোরেন, বীরবাহা হাঁসদা সন্ধ্যারানি টুডুরা। বীরবাহা হাঁসদা বলেন, “বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে প্রতিদিন রাস্তায় নামছে। আমাদের মুখ্যমন্ত্রীকেও তারা জানিয়েছে। তাই আমরাও সরব হয়েছি। এখন ওরা (বিজেপি) বলছে কার সঙ্গে কথা বলে প্রস্তাব আনা হয়েছে। আমরা তো মানুষের দাবিই তুলে ধরেছি। আসলে ওরা যখন আদিবাসী প্রেমের কথা আসে, তখন গলায় গামছা নিয়ে ঢোকে। বাকি সময় এই আদিবাসীরা রাস্তায় নেমেছেন, কী করছেন সে খবর তো রাখেন না। এ জন্য আমি বুধরাইবাবুকে বলছিলাম আগে আপনারা খবর নিন। কিছুদিন আগেই আমরা রেল রোকো দেখেছি। রাস্তায় অবরোধ হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সংগঠনের মানুষ বারবার লিখিতভাবে বলছেন এই কোডটা চালু হোক। বিধানসভায় বিল পাশের কথাও বলে চিঠি দিয়েছেন অনেকে। সেই জায়গা থেকেই আমরা করেছি। মানুষের স্বার্থই আমাদের কাছে শেষ কথা” যদিও বিজেপির বক্তব্য, সামনে পঞ্চায়েত ভোট। তাই প্রস্তাব পাশ করল শাসকদল।
সারি মূলত সাঁওতাল সম্প্রদায়ের ধর্ম। সারনায় বিশ্বাসী ওঁরাও, মুণ্ডা, মুড়া, খাড়িয়া, হো, -সহ আরও অনেক আদিবাসী সম্প্রদায়। দেশের ১১ কোটি আদিবাসীর (২০১১ শুমারি অনুসারে) মধ্যে ৫০ লক্ষের মতো মানুষ সারনা ধর্মালম্বী। জল, জঙ্গল, জমি তাঁদের আরাধ্য। সারনা ধর্মের মানুষ প্রকৃতির পূজারি। সেনসাস বা আদম শুমারিতে তাঁদেরও আলাদা ধর্মীয় পরিচিতির ‘কলাম’ থাক, দেওয়া হোক ধর্ম কোড, সেই দাবিকে সামনে রেখে সম্প্রতি বিভিন্ন জায়গায় আন্দোলন করেন তাঁরা।