West Bengal Assembly: এবার কি রাজ্যপালের ভাষণ ছাড়াই হবে বিধানসভার অধিবেশন? ‘নয়া প্রথায়’ জল্পনা

West Bengal Assembly: আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। বিধানসভার দীর্ঘদিনের প্রথা, বাজেট অধিবেশন শুরু রাজ্যপালের ভাষণের মাধ্যমেই করা হয়। কিন্তু এবার যখন বিধানসভার অধিবেশন শেষ হয়েছে, সেখানে 'প্ররোগ' করা হয়নি।

West Bengal Assembly: এবার কি রাজ্যপালের ভাষণ ছাড়াই হবে বিধানসভার অধিবেশন? 'নয়া প্রথায়' জল্পনা
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 3:47 PM

কলকাতা: এবার রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরুর সম্ভাবনা। দীর্ঘদিনের প্রথা ভাঙতে চলেছে কি সরকার? জানা যাচ্ছে, এবার বিধানসভার অধিবেশন ‘প্ররোগ’ করা হয়নি, সেটি ‘রিকনভেন’ করা হচ্ছে। সাধারণত বাজেট অধিবেশনের মতো ‘প্ররোগ’ করে, নতুন করে অধিবেশন ডাকা হয়। সেই অধিবেশনের শুরুতে ভাষণ রাখেন রাজ্যপাল। ‘প্ররোগ’এর ক্ষেত্রে  রাজ্যপালের অনুমতি লাগে। কিন্তু এবার ‘প্ররোগ’ না করে ‘রিকনভেন’ করা হচ্ছে। ফলে অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতি লাগবে না। সেক্ষেত্রে বাজেট অধিবেশন প্রথা মেনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু না হওয়ারই সম্ভাবনা থাকছে।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। বিধানসভার দীর্ঘদিনের প্রথা, বাজেট অধিবেশন শুরু রাজ্যপালের ভাষণের মাধ্যমেই করা হয়। কিন্তু এবার যখন বিধানসভার অধিবেশন শেষ হয়েছে, সেখানে ‘প্ররোগ’ করা হয়নি। তাই পরবর্তী বাজেট অধিবেশন শুরুর ক্ষেত্রেও নতুন করে আর রাজ্যপালের অনুমতি লাগছে না। আর তা হলে সম্ভবত এই প্রথম বিধানসভার প্রথা ভাঙতে চলেছে।

সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের দূরত্ব বেড়েছে। সে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্তই হোক, কিংবা একাধিক বিলে সই নিয়ে- রাজ্য রাজ্যপালের বিবাদ প্রকাশ্যে এসেছে একাধিকবার। সম্পর্কের সেই তিক্ততার কারণেই কি এই সিদ্ধান্ত? তা নিয়েও প্রশ্ন উঠছে।