অনিয়ন্ত্রিত গতি! বাসের ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী
ঘাতক বাস ও তার চালককে আটক করে কৈখালি ট্রাফিক গার্ডের পুলিশ। পরে সেই চালককে বাগুইআটি থানার হাতে তুলে দেওয়া হয়
বাগুইআটি : পথ দুর্ঘটনায় (Accident) গুরুতর জখম এক বাইক আরোহী। সকাল সাড়ে দশটা নাগাদ হলদিরাম ক্রসিংয়ের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান ওই ব্যক্তি। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নারায়ণপুর থেকে বাবুঘাটের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। গতি নিয়ন্ত্রণ না করতে পেরে হলদিরামের ক্রসিংয়ের সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে বাসটি। রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে যান আরোহী।
আরও পড়ুন : বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, মাটি মুখ থুবড়ে পড়ে ব্যক্তি, সাতসকালেই কেষ্টপুড়ে ভয়ঙ্কর ঘটনা!
ঘাতক বাস ও তার চালককে আটক করে কৈখালি ট্রাফিক গার্ডের পুলিশ। পরে সেই চালককে বাগুইআটি থানার হাতে তুলে দেওয়া হয়। আহত ওই বাইক আরোহীকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত আর জি কর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, বাগুইহাটি হলদিরামের এই ক্রসিংটি অত্যন্ত বিপজ্জনক। প্রায়শই গাড়ি এখানে গতি হারিয়ে ফেলে দু্র্ঘটনা(Accident) ঘটে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি স্থানীয়দের।