Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biman Banerjee: ‘বিধায়কদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি পদক্ষেপ করলে আগে জানাতে হবে’, বার্তা স্পিকারের

কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই, ইডি-র তৎপরতা নিয়ে ১৮৫ নম্বর ধারায় একটি প্রস্তাব আনেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Biman Banerjee: 'বিধায়কদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি পদক্ষেপ করলে আগে জানাতে হবে', বার্তা স্পিকারের
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 8:07 PM

কলকাতা: বিধানসভার সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যদি কোনও পদক্ষেপ করে, তার আগে স্পিকারকে জানাতে হবে। সোমবার বাজেট অধিবেশনের শেষ লগ্নে এমনটাই জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। পাশাপাশি সিবিআই (CBI), ইডি (ED)-র তৎপরতা নিয়ে এদিন একটি প্রস্তাবও বিধানসভায় নিয়ে আসেন স্পিকার। যদিও এই প্রস্তাব পেশের সময় বিজেপির তরফে কেউ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই, ইডি-র তৎপরতা নিয়ে ১৮৫ নম্বর ধারায় একটি প্রস্তাব আনেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্টত জানান, “আমার সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যদি কোনও পদক্ষেপ করে, তার আগে আমাকে যেন জানানো হয়।” যদিও স্পিকারের এই প্রস্তাব পেশের সময় বিজেপির কোনও সদস্য অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না। বরং এই প্রস্তাবের বিরোধিতা করে সেই সময় অধিবেশন কক্ষের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। হাইকোর্টের নির্দেশে শাসকদলের নেতা থেকে জনপ্রতিনিধিদের যে সমস্ত আত্মীয়ের গ্রুপ-সি পদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের ছবি প্রদর্শন করে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার বিরুদ্ধে শাসকদলের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “চোরেদের বাঁচাতে কোনও আলোচনায় অংশ নেব না।”

এদিন বিধানসভার সদস্যদের জন্যও বিশেষ কিছু অলিখিত নির্দেশিকা জারি করেন স্পিকার। অনেক সময়ই দেখা যায়, বিধানসভার সদস্যদের অনেকে তাঁদের প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছেন। অথচ, সেই প্রশ্ন আলোচনার সময় তাঁদের নাম ধরে ডাকলেও তাঁদের সাড়া পাওয়া যায় না। গরহাজির থাকেন বিধানসভায়। এবার থেকে সেরকম ঘটনা ঘটলে ওই প্রশ্ন নিয়ে আর আলোচনা হবে না, সেটি বাতিল করা হবে বলে স্পষ্টত জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, অনেক সময়ই অধ্যক্ষ অধিবেশন কক্ষে চলে এলেও বিধায়করা তখনও হাজির হন না। স্পিকারের পরে অনেকেই অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এদিন সে ব্যাপারেও কড়া পদক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা দিয়ে তিনি বলেন, পরিষদীয় মন্ত্রী ও দুই দলের মুখ্য সচেতকদের বলব ১৫ মিনিট আগে আপনাদের সদস্যদের আসতে বলবেন। কারণ আমি ঢোকার পরে দেখি সব আসন ফাঁকা। বুঝতে পারি না, সভা শুরু করা ঠিক হবে কি না। বলা যায়, বিধায়কদের অধিবেশন কক্ষে যথাসময়ে হাজির থাকার ব্যাপারে অলিখিত নির্দেশ দিলেন স্পিকার।