Education: এবার থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি! বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

Online Admission: এর আগেই এই প্রস্তাবের কথা জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তা ছাড়পত্র পেল রাজ্য মন্ত্রিসভায়।

Education: এবার থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি! বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 10:51 PM

কলকাতা: বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় (West Bengal Cabinet)। জানা যাচ্ছে, মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির (Centralized Online Admission) প্রস্তাব। এবার থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির আবেদন জানানো যাবে। উল্লেখ্য, এর আগেই এই প্রস্তাবের কথা জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তা ছাড়পত্র পেল রাজ্য মন্ত্রিসভায়। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে নয়া নীতি আনার কথা অনেকদিন ধরেই ভাবছিল শিক্ষা দফতর। আগামী শিক্ষাবর্ষ থেকেই সেই ভর্তির প্রক্রিয়ায় বদল আনার চিন্তাভাবনা চলছে বলে সূত্রের খবর। এদিনের মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়ায় সিলমোহর শিক্ষা দফতরের সেই পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এই প্রক্রিয়া একবার চালু হয়ে গেলে, তারপর থেকে আর আলাদা আলাদা কলেজের জন্য আলাদা আলাদা মেধাতালিকা হবে না। সূত্রের খবর,  কেন্দ্রীয়ভাবে তৈরি করা একটি মেধাতালিকার ভিত্তিতে কলেজ বাছাই করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এখনও পর্যন্ত উচ্চ শিক্ষা দফতর সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি করেই মেধাতালিকা থাকবে। সেই মেধাতালিকার উপর নির্ভর করে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ, আশুতোষ কলেজ হোক, বা সুরেন্দ্রনাথ কলেজ… কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজের জন্য থাকবে একটিই কেন্দ্রীয়ভাবে প্রকাশিত মেধাতালিকা।

এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, তাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম কার্যকর করতে চাইছে শিক্ষা দফতর। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে দ্রুত এই নিয়ম কার্যকর হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।