Mamata Banerjee: দাউদি বোহরাদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, সঙ্গী ফিরহাদ-জাভেদ

Mamata Banerjee: দাউদি বোহরাদের বুরহানী মসজিদে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মন্ত্রীও ছিলেন তাঁর সঙ্গে। সেখানে গিয়ে শিশুদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

| Edited By: | Updated on: Apr 17, 2023 | 9:26 PM
চলছে রমজান মাস। ইফতারের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ইফতার উপলক্ষ্যে এবার কলকাতার বুরহানী মসজিদে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার বিকেলে সেই মসজিদে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও জাভেদ খান।

চলছে রমজান মাস। ইফতারের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ইফতার উপলক্ষ্যে এবার কলকাতার বুরহানী মসজিদে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার বিকেলে সেই মসজিদে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও জাভেদ খান।

1 / 6
মূলত দাউদি বোহরাস সম্প্রদায়ের মানুষেরা এই মসজিদে আসনে প্রার্থনার জন্য। এদিনও মজসিদে প্রার্থনায় অংশ নিয়েছিলেন বহু মানুষ। এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মসজিদের অন্দরে। সেখানে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত দাউদি বোহরাস সম্প্রদায়ের মানুষেরা এই মসজিদে আসনে প্রার্থনার জন্য। এদিনও মজসিদে প্রার্থনায় অংশ নিয়েছিলেন বহু মানুষ। এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মসজিদের অন্দরে। সেখানে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2 / 6
এই সম্প্রদায়ের মানুষ কীভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তা বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। মমতার হাতে উপহার, ফুল তুলে দেওয়া হয়।

এই সম্প্রদায়ের মানুষ কীভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তা বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। মমতার হাতে উপহার, ফুল তুলে দেওয়া হয়।

3 / 6
দাউদি বোহরা হল ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের একটি অংশ। ​এই সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ ভারত, পাকিস্তান, ইয়েমেন, পূর্ব আফ্রিকায় বসবাস করে।

দাউদি বোহরা হল ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের একটি অংশ। ​এই সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ ভারত, পাকিস্তান, ইয়েমেন, পূর্ব আফ্রিকায় বসবাস করে।

4 / 6
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে এই দাউদি বোহরা মুসলিমদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধনেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্প্রদায়কে পরিবার হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে এই দাউদি বোহরা মুসলিমদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধনেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্প্রদায়কে পরিবার হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

5 / 6
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করার বিষয়ে প্রশ্ন করা হলেও, সে ব্যাপারে মুখ খোলেননি মমতা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করার বিষয়ে প্রশ্ন করা হলেও, সে ব্যাপারে মুখ খোলেননি মমতা।

6 / 6
Follow Us: