Mamata Banerjee: এবার পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা, আরও বাড়ল মমতার ‘শারদীয়’ অনুদান

Durga Puja: গতবছর প্রতিটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ১০ হাজার টাকা অনুদান বাড়ানোর কথা ঘোষণা করলেন। এই বছর দুর্গাপুজোর কমিটিগুলি অনুদান পাবে ৭০ হাজার টাকা করে।

Mamata Banerjee: এবার পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা, আরও বাড়ল মমতার 'শারদীয়' অনুদান
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 7:13 PM

কলকাতা: পুজো কমিটিগুলির জন্য সুখবর। আরও বাড়ল পুজো কমিটিগুলির অনুদান। গতবছর প্রতিটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ১০ হাজার টাকা অনুদান বাড়ানোর কথা ঘোষণা করলেন। এই বছর দুর্গাপুজোর কমিটিগুলি অনুদান পাবে ৭০ হাজার টাকা করে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলিকে প্রতি বছরই আর্থিক সাহায্য দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। শুরু হয়েছিল পুজো কমিটি পিছু ২৫ হাজার টাকা করে। কোভিডকালে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। তারপর বেড়ে হয় ৬০ হাজার টাকা। আর এবার দুর্গা পুজোর কমিটিগুলির জন্য আরও ১০ হাজার টাকা ‘শারদীয়’ অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে রাজ্যের সব দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই বিগত বছরগুলিতে কীভাবে রাজ্য সরকার পুজোর অনুদান বাড়িয়েছে, সেই হিসেব তুলে ধরছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার তাহলে ওটা অর্ধেক করে দিই?’ বলে নিজেই কিছুটা হেসে ফেলেন মমতা। তারপর বলেন, ‘সরকারের কিন্তু একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো?’ এরপরই ঘোষণা করলেন, ‘৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার করলাম।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘এমন নয় যে আমরা টাকা দিয়ে ক্লাবগুলিকে কিনে নিচ্ছি। তা নয়। আমাদের টাকা কম। টাকা নেই।’

পুজো কমিটিগুলির জন্য অনুদানের অঙ্ক বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিলের ক্ষেত্রেও আরও ছাড়ের কথা ঘোষণা করলেন মমতা। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম উভয়েই সিদ্ধান্ত নিয়েছে এই বছর পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের এক চতুর্থাংশ দিতে হবে। আগে যা দিতে হত দুই তৃতীয়াংশ। বিদ্যুতের বিলে বাড়তি ছাড়ের কথা ঘোষণা করে মমতা বললেন, ‘আর বাদ বাকি তো নো ট্যাক্স। আপনাদের বিজ্ঞাপণের ট্যাক্সও দিতে হয় না। দমকলও ফ্রি। সবটাই ফ্রি। দমকলের অনুমতিও ফ্রি। সেটাও উঠে গিয়েছে। কোনওকিছু দিতে হবে না। আপনারা সুন্দর করে, ভাল করে পুজো করুন।’