Mamata Banerjee: আমি কি মাইনে নিই নাকি! নবান্নে আসিনি তো কী যায় আসে: মমতা

Mamata Banerjee: বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী জানালেন, তিনি নবান্নে না এলেও সরকারের কোনও ফাইল পেন্ডিং ছিল না। বললেন, “একটা কাজও বাকি নেই। নবান্নে আসিনি, নবান্নের ছোট ঘরে থেকেছি। তাতে কী যায় আসে! কে ক’টা দিন অফিসে যায়!"

Mamata Banerjee: আমি কি মাইনে নিই নাকি! নবান্নে আসিনি তো কী যায় আসে: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 7:25 PM

কলকাতা: শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন বাড়ি থেকেই প্রশাসনিক কাজকর্ম চালাতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সরকারি কাজের জন্য স্পেন সফরে গিয়ে চোট পেয়েছিলেন। তারপর কলকাতায় ফিরে চিকিৎসা। চিকিৎসকের পরামর্শমতো বেশ কিছুদিন বাড়িতেই ছিলেন তিনি। বাড়ি থেকেই সব ফাইল-পত্রে সই করেছেন, প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, মন্ত্রিসভার বৈঠক করেছেন। অনেকদিন পর গতকাল ফের সশরীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আসেন। কিন্তু সেই নিয়ে সংবাদ প্রকাশ করায় বেশ আপত্তি মুখ্যমন্ত্রীর।

বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী জানালেন, তিনি নবান্নে না এলেও সরকারের কোনও ফাইল পেন্ডিং ছিল না। বললেন, “একটা কাজও বাকি নেই। নবান্নে আসিনি, নবান্নের ছোট ঘরে থেকেছি। তাতে কী যায় আসে! কে ক’টা দিন অফিসে যায়! বড় বড় কথা… আমাকে আসতে হবে, আমি কি টাকা নিই নাকি! মাইনে নিই নাকি! বিনা পয়সায় ভলান্টিয়ারি সার্ভিস দিই। আমি সরকারি কর্মচারী ভাই-বোনদের মতোই অফিস করি।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি যখন অসুস্থ ছিলেন, তখনও প্রতিদিন তাঁর বাড়িতে অফিস থেকে কাগজ গিয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “দেখুন তো ভারতের ক’জন মুখ্যমন্ত্রী অফিসে যান? বাড়ি থেকে কাজ করেন কত জন? বাড়িটাই তাঁরা অফিস বানিয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী যেখানে থাকেন, সেটাই মুখ্যমন্ত্রীর দফতর হয়।”