সংক্রমণ, মৃত্যু, পরীক্ষা; সবটাই বাড়ল বঙ্গে, উত্তর পরগনায় আক্রান্ত ১০০ পার

West Bengal Corona Update: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৮৩৮ জন।

সংক্রমণ, মৃত্যু, পরীক্ষা; সবটাই বাড়ল বঙ্গে, উত্তর পরগনায় আক্রান্ত ১০০ পার
দেশের করোনা সংক্রমণ ছবি-PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2021 | 10:08 PM

কলকাতা: নমুনা পরীক্ষার সংখ্যা থেকে দৈনিক সংক্রমণ, বুধবার সবটাই বাড়ল বঙ্গে। মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেশি। নতুন সংক্রমণ ও সুস্থতার হার প্রায় সমান। অন্যদিকে, নমুনা পরীক্ষা বাড়তেই জেলাওয়াড়ি আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। উদ্বেগ বাড়িয়ে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ফের একবার সেঞ্চুরি করেছে। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। তৃতীয় স্থানে দার্জিলিং। গতকাল কলকাতা-সহ দুই ২৪ পরগনায় কোনও মৃত্যু না হলেও এ দিন ফের ছবিটা উল্টে গিয়েছে। নদিয়ায় মৃত্যুমিছিল যথারীতি অব্যাহত।

বুধবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৮৩৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ২২ কমে হয়েছে ১০ হাজার ৭৪৫। সুস্থতার হার দাঁড়িয়ে ৯৮.১১ শতাংশে। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ৪৮১ টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১.৫৭ শতাংশ মানুষ পজিটিভ ধরা পড়েছেন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় ৩১ সুস্থ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ৪৮ ঘণ্টায় সুস্থ ৪৪। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।