SSC Upper Primary: শেষ ইন্টারভিউ প্রক্রিয়া, গরহাজির প্রায় ১২০০ প্রার্থী, নিয়োগের নিশ্চয়তা নেই এখনও
SSC Upper Primary: মোট শূন্যপদের সংখ্যা ছিল ১৪ হাজার ৩৯৯। এই সংখ্যক ফাঁকা আসনে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল মোট ১৫ হাজার ৪০৬ জনকে
কলকাতা: বহু অভিযোগ, মামলা ও মোকদ্দমার অধ্যায় পেরিয়ে অবশেষে শেষ হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই ২০১৬ সালে। এরপর ২০১৮ সালে লিখিত পরীক্ষা শেষে চলতি বছর আদালতের নির্দেশে আসে সংশোধিত মেধাতালিকা। অবশেষে ইতি হল ইন্টারভিউ পর্বের। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রায় ১২০০ প্রার্থীই গরহাজির ছিলেন। ঠিক কী কারণে এই বিরাট সংখ্যক প্রার্থী ইন্টারভিউ টেবিলে বসলেন না, তা অবশ্য জানা যায়নি।
মোট শূন্যপদের সংখ্যা ছিল ১৪ হাজার ৩৯৯। এই সংখ্যক ফাঁকা আসনে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল মোট ১৫ হাজার ৪০৬ জনকে। যদিও এসএসসি সূত্রে খবর, তথ্যগত অসঙ্গতির কারণে ৬০০-র বেশি প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। মোট ১৫ হাজার ৪০৬ জনকে ইন্টারভিউ দিতে ডাকা হয়েছিল। যার মধ্যে ১২০০-র বেশি প্রার্থী অনুপস্থিত ছিলেন বলে খবর। অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ২৫ হাজারের বেশি অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে কমিশনের দফতরে।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ১০ অগস্ট থেকে অভিযোগের প্রেক্ষিতে শুনানি প্রক্রিয়া শুরু হবে। যদিও সব অভিযোগের শুনানি হবে নাকি আবেদনের গুরুত্ব বুঝে তা শোনা হবে সেটা এখনও পরিষ্কার নয়। যদি এ ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেও নিয়োগপত্র দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে যে মামলা ডিভিশন বেঞ্চে হয়েছিল তারই প্রেক্ষিতে এই রায় দেওয়া রয়েছে। ফলে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেও নিয়োগপত্র কবে দেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। আরও পড়ুন: বানভাসি বঙ্গে মৃত ২৩, জলের তলায় কয়েক লক্ষ হেক্টর কৃষিজমি, প্রভূত ক্ষতির আশঙ্কায় রাজ্য