বাংলায় মৃতের সংখ্যায় নয়া রেকর্ড, আশা জোগাচ্ছে দৈনিক সংক্রমণের হার

সংক্রমণ বাঁধ মানলেও, মৃত্যু এখনও লাগামছাড়া (West Bengal Corona Update)। মৃত্যুর নিরিখে ২৪ ঘণ্টায় বাংলায় ফের রেকর্ড।

বাংলায় মৃতের সংখ্যায় নয়া রেকর্ড, আশা জোগাচ্ছে দৈনিক সংক্রমণের হার
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 21, 2021 | 8:30 AM

কলকাতা: সংক্রমণ বাঁধ মানলেও, মৃত্যু এখনও লাগামছাড়া (West Bengal Corona Update)। মৃত্যুর নিরিখে ২৪ ঘণ্টায় বাংলায় ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। এক দিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার। পজিটিভিটির রেট ২৭ শতাংশ।

স্বাস্থ্য দফতরের প্রকাশিত এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৯১। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। গতকাল সংখ্যাটি ছিল ১৫৭। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫।

কোভিড পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, ‘এটা একটা ফ্লপ ক্যাজুয়াল বৈঠক।’ অনেক দাবি নিয়ে বসলেও প্রধানমন্ত্রী বলার মুখ্যমন্ত্রীকে কিছুই বলার সুযোগ দেননি বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রীর কথায়, “ভেবেছিলাম ভ্যাকসিন নিয়ে কথা বলব। ভ্যাকসিন চাইব। কিন্তু সুযোগই পেলাম না বলার।” মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘ভাষণে উনি (প্রধানমন্ত্রী) বললেন করোনা নাকি কমে গিয়েছে। এই অবহেলার জন্যই করোনা বেড়ে গিয়েছিল।’ তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কেন এত ইনসিকিওর্ড, মুখ্যমন্ত্রীদের কথা কেন শোনেন না?’

আরও পড়ুন: হাতে একটা দিন, ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে কোমর বেঁধেছে প্রশাসন, কোন কোন এলাকায় বেশি বিপদের আশঙ্কা?

একদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন বলছেন, দ্বিতীয় ঢেউকে প্রতিহত করার একমাত্র পথ ভ্যাক্সিনেশন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন বিস্ফোরক অভিযোগ। তাঁর বক্তব্য, মোদীর নীতিতে দেশে টিকা দিতে ১০ বছর লাগবে। বেলাগাম করোনা সংক্রমণের জন্য কেন্দ্রের নীতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।