West Bengal Dengue Situation: নতুন করে আক্রান্ত ৫০০, মৃত ১৫, করোনার সঙ্গে রাজ্যে ডেঙ্গির সংক্রমণ আরেক মাথা ব্যথার কারণ

Kolkata Dengue: রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০০। মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিসংখ্যানে স্পষ্ট, ডেঙ্গি কতটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

West Bengal Dengue Situation: নতুন করে আক্রান্ত ৫০০, মৃত ১৫, করোনার সঙ্গে রাজ্যে ডেঙ্গির সংক্রমণ আরেক মাথা ব্যথার কারণ
বাস স্ট্যান্ডে মিলেছে মশার লার্ভা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 2:57 PM

কলকাতা: রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (West Bengal Dengue Situation)। ৭ দিনে অন্তত ৫০০ ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত ১৫। আক্রান্ত প্রায় ২৭০০ জন।

এক নজরে সংক্রমণের পরিসংখ্যান ২০-২৭ অক্টোবর কলকাতায় আক্রান্তের সংখ্যা ১১৪ জন ২০-২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১৩৬ জন ২০-২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩৪ ২০-২৭ অক্টোবর মালদায় আক্রান্তের সংখ্যা ৫০ ২০-২৭ অক্টোবর উত্তর দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ২৭ ২০-২৭ অক্টোবর হাওড়া আক্রান্তের সংখ্যা ২৬

সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।  রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০০। মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিসংখ্যানে স্পষ্ট, ডেঙ্গি কতটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ২০-২৭ অক্টোবর, ঠিক তার আগের যে সপ্তাহটা ছিল, এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০-র ঘরে ঘোরাফেরা করছিল। এখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০০ হয়ে গিয়েছে। অর্থাত্ দ্বিগুণেরও বেশি।

নিম্নচাপের যে বৃষ্টি হল রাজ্যে তারপরই জেঙ্গুর বাড়বাড়ন্ত হওয়া শুরু হয়েছে। পুজোর ঠিক আগেই এক টানা বর্ষণে ভেসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ডেঙ্গির বাড়বাড়ন্ত ছিল চোখে পড়ার মতো।

কিন্তু চলতি সপ্তাহে মালদাতেও দেখা যাচ্ছে ৫০-এর বেশি আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুরেও আক্রান্তের সংখ্যা অনেক বেশি। শহরাঞ্চলের রোগ হিসাবে ধরা হত ডেঙ্গিকে। এবার তা রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ল। সেস্ট আর্বান ডেভলপমেন্ট, এজেন্সি সুধা, পুর নগরোন্নয়ন দফতর ও স্বাস্থ্য দফতরের মধ্যে সোমবারই একটা বৈঠক হয়েছে। সেখান থেকে ১৪ দফা করণীয় স্থির করে দেওয়া হয়েছে।

মূল বার্তা পুরসভাগুলিকে দেওয়া হয়েছে। পুরসভাগুলিকে বলা হয়েছে, বাড়ি বাড়ি নজরদারিতে জোর দিতে হবে। কোথাও গাফিলতি ধরা পড়লে, সংশ্লিষ্ট পুরসভার এক্সিকিউটিভ অফিসার, হেলথ অফিসার ও স্যানিটারি অফিসারকে দায়বদ্ধ করা হবে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। ডেঙ্গি আক্রান্ত হওয়া মাত্রই সেটি ৬-১২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আক্রান্তের বাড়ির ৫০ মিটারের মধ্যে কোথাও কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা খোঁজ করতে বলা হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া নজরদারির কথা বলা হয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এমআর বাঙুর হাসপাতালের সুপার ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

উপসর্গগুলির দিকে লক্ষ্য রাখুন: উপসর্গগুলি সম্পর্কে সতর্ক থাকা হল রোগগুলি মোকাবেলা করার প্রাথমিক পদক্ষেপগুলির মধ্যে একটি। উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে সময়মতো রোগ নির্ণয় করা দরকার। চোখের ব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথা, বমি, হাড়ের ব্যথা, ফুসকুড়ি, পেশী ব্যথা, অস্বাভাবিক রক্তপাত, জয়েন্টে ব্যথা, ক্লান্তি বা অস্থিরতার মতো লক্ষণগুলি দেখা দিলে সতর্ক হোন।

আরও পড়ুন: আর একটু হলেই বরফের নীচে চাপা পড়ে যাচ্ছিল শরীরগুলো! নিখোঁজ ৩ ট্রেকারের দেহ উদ্ধার ১৫ হাজার ফুট উচ্চতায়