Abhishek Banerjee: ইডি দফতরে হাজিরা এড়ালেন অভিষেক, ১৫ পাতার চিঠিতে কী লিখলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড?

Abhishek Banerjee: অভিষেক জানিয়েছেন আপাতত নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত তিনি। এরপর পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন।

Abhishek Banerjee: ইডি দফতরে হাজিরা এড়ালেন অভিষেক, ১৫ পাতার চিঠিতে কী লিখলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড?
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 6:53 PM

কলকাতা:  ইডি দফতরে হাজিরা এড়ালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারই ইডির দফতরে ১৫ পাতার চিঠি দিয়েছেন তিনি। লিখেছেন, দলীয় কর্মসূচি নিয়ে কলকাতার বাইরে রয়েছেন তিনি। এদিকে গত কয়েক বছরের নথি চেয়েছে ইডি। তথ্য সংগ্রহে সময় লাগবে। ইডিকে চিঠিতে জানিয়েছেন অভিষেক। যদিও আগেই সংবাদমাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত এই হাজিরা তিনি দেবেন না। তবে ইডিকে ইমেল বা চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। মঙ্গলবার ইডিকে সেই চিঠিও পাঠালেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ জুন অর্থাৎ আজ মঙ্গলবার ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল ১১টার মধ্যে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। যদিও অভিষেক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট না মেটা পর্যন্ত তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিস পাঠিয়েছিল, সেদিন নবজোয়ার কর্মসূচিতে নদিয়া জেলায় ছিলেন তিনি।

সেখান থেকেই অভিষেক বলেছিলেন, “নবজোয়ার নষ্ট করতে চাইছে বিজেপি। আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। নবজোয়ারের যাত্রা থামিয়ে হাজিরা দিতে যাব না। চাকর-বাকর নই যে যতবার ডাকবে ততবার যেতে হবে। আগেই অনুরোধ করেছিলাম যাত্রার মাঝে না ডাকতে। ইডিরও বাধ্যবাধ্যকতা রয়েছে। ওদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।” সূত্রের খবর, এবার পরবর্তী নোটিস পাঠানোর প্রস্তুতিও শুরু করতে চলেছে ইডি। এবং তা বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যেই পাঠানো হতে পারে বলে ইডি সূত্রে খবর।