Partha Chatterjee: আনন্দপুরেও ১ কোটি ৪২ লক্ষের ফ্ল্যাট! স্থানীয় বাসিন্দারা বলছেন, মালিক ‘অপা’!
SSC: শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে এসেছে হাইকোর্টের হাতে। তদন্ত করছে সিবিআইও। এরইমধ্যে একটি মামলা দায়ের করেছিল ইডিও।
শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে এসেছে হাইকোর্টের হাতে। তদন্ত করছে সিবিআইও। এরইমধ্যে একটি মামলা দায়ের করেছিল ইডিও। গত শুক্রবার সাতসকালে হঠাৎই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় ইডির একটি দল। প্রায় ২৬ ঘণ্টা তাঁর নাকতলার বাড়িতে ছিলেন তদন্তকারীরা। শনিবার সকালে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তবে আগের সন্ধ্যায় আসল বোমাটি ফাটায় ইডি। টুইট করে জানায়, এসএসসি দুর্নীতির তদন্তে নেমে ইডি ২০ কোটি টাকা উদ্ধার করেছে। অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার বাড়ি থেকে তা উদ্ধার হয়। এরপরই তদন্ত এগোতে জানা যায়, অর্পিতা পার্থের ঘনিষ্ঠ। এরপর তদন্ত যত এগিয়েছে, পরতে পরতে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট, জমির খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। এবার সেই তালিকায় যুক্ত হল আনন্দপুরের বাড়ির ঠিকানা।