১ জুলাই সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য
Doctors’ Day: বরেণ্য চিকিৎসক তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্ম ও মৃত্যুদিন আগামী ১ জুলাই। এই উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
কলকাতা: জাতীয় চিকিৎসক দিবস (Doctors’ Day) উপলক্ষে আগামী ১ জুলাই অর্থাৎ, বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়েছেন, কোভিড ওয়ারিয়ররা করোনার সঙ্গে লড়াইয়ে দারুণ কাজ করেছেন। তাঁদের সম্মান জানাতে ১ জুলাই ছুটি দিচ্ছে রাজ্য সরকার। আর এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফে।
নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা খুব ভাল কাজ করেছেন। এই কারণে সরকারি ছুটি ঘোষণা করছে রাজ্য। আগামী ১ জুলাই রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সমবায় ইত্যাদি বন্ধ থাকবে।
উল্লেখ্য, বরেণ্য চিকিৎসক তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্ম ও মৃত্যুদিন আগামী ১ জুলাই। এই ‘জাতীয় চিকিৎসক দিবস’কে সামনে রেখে গত বছর করোনা পরিস্থিতিতে সামনে থেকে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে সরকারি ছুটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই দিনটিতে কেন্দ্ররও ছুটি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।
প্রথমবার চিকিৎসক দিবস ঘোষিত হয় ১৯৯১ সালে। চিকিৎসক দিবসের প্রাক্কালে গত রবিবার ‘মন কী বাত’ রেডিও অনুষ্ঠানে চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিমারী আবহে যেভাবে চিকিৎসকরা নিজেদের প্রাণ বাজি রেখে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেবা করে চলেছেন, তার তারিফ করেন তিনি।
আরও পড়ুন: ফের ধাক্কা! উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের
আর সোমবার মমতা জানিয়েছেন, তাঁদের বিশেষ সম্মান দিতেই রাজ্যে ছুটি ঘোষণা করা হল। উল্লেখ্য, এর আগে পুলিশকর্মীদের সম্মানে ‘পুলিশ দিবস’ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে আগামী ১ জুলাই সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ‘ভু্য়ো কমিশনারকে চিনতে পারলেন না?’ রাজ্যকে ধমক দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের