কোভিড ছোবলে মৃত্যুমিছিল, সৎকার সুষ্ঠুভাবে করতে ১৭ দফা নির্দেশিকা পুর দফতরের
নতুন নির্দেশিকায় মৃতদের সৎকারে পুরোহিত, ইমাম, প্রিস্টদের সর্বক্ষণের উপস্থিতি নিশ্চিত করতে তথ্যপঞ্জি তৈরির কথা বলা হয়েছে।
কলকাতা: পুরোহিত, ইমাম বা প্রিস্টের অভাবে কোভিড আক্রান্ত মৃতদেহের সৎকার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি করল পুর ও নগরোন্নয়ন দফতর। নতুন নির্দেশিকায় মৃতদের সৎকারে পুরোহিত, ইমাম, প্রিস্টদের সর্বক্ষণের উপস্থিতি নিশ্চিত করতে তথ্যপঞ্জি তৈরির কথা বলা হয়েছে।
কোভিডে আক্রান্ত মৃতদের সৎকার প্রক্রিয়া মসৃণ করতে গত বছরও নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু এ ভাবে সৎকার প্রক্রিয়ার সময় মৃতদেহের ধর্মীয় রীতি মেনে পুরোহিত, ইমাম, প্রিস্ট বা অন্য ধর্মের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে তথ্যপঞ্জি তৈরির কথা বলা হয়নি।
শহরাঞ্চলের পাশাপাশি এ বার গ্রাম বাংলাতেও দাপিয়ে বেড়াচ্ছে কোভিড। এর ফলে প্রথম দফার তুলনায় রাজ্যে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে শহর এবং জেলায় দীর্ঘক্ষণ করোনা আক্রান্তদের দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ উঠছে। সে জন্য এ বছর সৎকার প্রক্রিয়া মসৃণ করতে নির্দেশিকা গত বছরের তুলনায় বড় হয়েছে।
দেখে নিন শুক্রবার জারি হওয়া ১৭ দফার নির্দেশিকায় মূলত কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হল…
মৃতদেহ সৎকারে প্রতিটি পুরসভায় একজন করে নোডাল অফিসার থাকবেন।
বাড়িতে করোনা রোগীর মৃত্যু হলে সৎকার প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব স্থানীয় পুরসভার।
মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে সৎকার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
দেহ সৎকার হওয়া মাত্র ডেথ সার্টিফিকেট ইস্যু করা আবশ্যক।
কোন পুরসভায় নোডাল অফিসার কে, তা বিজ্ঞাপন দিয়ে জানানো হবে সরকারের পক্ষ থেকে।
আরও পড়ুন: শেষ দু’দফার ভোটে রুখতে হবে বোমাবাজি, কড়া নির্দেশ কমিশনের
সৎকারের জন্য উৎকোচ দেওয়ার প্রয়োজন নেই।
মৃতদেহের সৎকারে পুলিশের কাছ থেকে অনাপত্তি পত্র নিতে হবে না।
মৃতের শেষ যাত্রায় পরিবারের পাঁচ সদস্য হাজির থাকতে পারবেন।
মৃতদেহের সৎকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে মাস্ক এবং পিপিই কিট দিতে হবে।
প্রতিটি পুরসভাকে দেখতে হবে এলাকার আর কোথায় শ্মশান, কবরস্থান তৈরি করা যায়।
বস্তুত, দেশের বিভিন্ন প্রান্তে মৃতদেহের সৎকার ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এ রাজ্যে তার পুনরাবৃত্তি আটকাতেই আগেভাগে এই নির্দেশ বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুন: বেলগাছিয়ায় অর্জুন সিংয়ের সভায় হামলার অভিযোগ, শূন্যে গুলি চালাল সিআইএসএফ